Delhi-NCR Earthquake: সাতসকালেই প্রবল কম্পন, দুলে উঠল দিল্লি! আতঙ্কে হুলস্থূল

Delhi-NCR Earthquake: সাতসকালেই প্রবল কম্পন, দুলে উঠল দিল্লি! আতঙ্কে হুলস্থূল। প্রাণ বাঁচাতে বহুতল ছেড়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প কেঁপে দিল্লি, নয়ডা, গুরগাঁও ও ফরিদাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চল।

Delhi-NCR Earthquake: সাতসকালেই প্রবল কম্পন, দুলে উঠল দিল্লি! আতঙ্কে হুলস্থূল। প্রাণ বাঁচাতে বহুতল ছেড়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প কেঁপে দিল্লি, নয়ডা, গুরগাঁও ও ফরিদাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Earthquake, Earthquake in various parts of West Bengal: কলকাতায় ভূমিকম্প

Delhi Earthquake: ভূমিকম্প দিল্লিতে

Delhi-NCR Earthquake: সাতসকালেই প্রবল কম্পন, আতঙ্কে হুলস্থূল। প্রাণ বাঁচাতে বহুতল ছেড়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প কেঁপে দিল্লি, নয়ডা, গুরগাঁও ও ফরিদাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চল। 

Advertisment

বিশেষজ্ঞদের মতে, দিল্লি ও আশেপাশের অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই অব্যাহত। ভবিষ্যতের জন্য নির্মাণকাজে সতর্কতা, ভূমিকম্প-প্রতিরোধী পরিকাঠামো এবং সচেতনতা প্রচার অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার  ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। সকাল ৯টা ০৪ মিনিট নাগাদ ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পনের উপকেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায়।

Advertisment

বিকেলে আবহাওয়ার অশনি সংকেত! তুমুল ঝড়-বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা, কোন কোন জেলায় ধেয়ে আসছে বিরাট দুর্যোগ?

দিল্লি, নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদসহ এনসিআর জুড়ে অনেকেই প্রবল কম্পন অনুভব করেন। আতঙ্কে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন, যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগেও দিল্লি-এনসিআর-এ একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। 

ঝাজ্জরে দু মিনিটের মধ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। সকাল ৯:০৭ মিনিটে ঝাজ্জরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর সকাল ৯:১০ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয়। আকস্মিক কম্পনের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঝাজ্জর থেকে ১০ কিলোমিটার উত্তরে এবং রিখটার স্কেলে এর তীব্রতা ৪.১ পরিমাপ করা হয়েছে।

ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে শাসক বিধায়ক, মৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য, উত্তাল পরিস্থিতিতে বিরাট শোরগোল

earthquake delhi