/indian-express-bangla/media/media_files/2025/06/15/M8RIil9bnzwAduJxCJO0.jpg)
তুমুল ঝড়-বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা
kolkata Weather Today: রাজ্যে ফের সক্রিয় বর্ষা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ও বাঁকুড়া এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় হতে পারে ভারী বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গর্ভাবস্থায় মায়ের এই একটি অভ্যাস শিশু মনে 'খারাপ' প্রভাব ফেলে, জন্ম নিতে পারে 'ভীতু' সন্তান
কলকাতা শহরে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬.৩০টা পর্যন্ত) ৫০.৮ মিমি এবং দুপুর ১২টা পর্যন্ত আরও ১৪.৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও শহরের একাধিক অংশে জল জমে তৈরি হয়েছে যানজট।
সরকারি হাসপাতালে কাঞ্চনের'দাদাগিরি'!চিকিৎসককে বদলির হুমকি, বিধায়কের আচরণে কী জানাল দল?
দক্ষিণবঙ্গে সতর্কতা
IMD জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (৭-২০ সেমি পর্যন্ত)। অন্যদিকে, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭-১১ সেমি)। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে 'বজ্রপাতের' সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে। কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদাতে সপ্তাহ জুড়ে চলবে টানা বৃষ্টি। পাহাড়ি এলাকায়, বিশেষ করে কালিম্পংয়ে, বিচ্ছিন্ন ভূমিধসের আশঙ্কা রয়েছে। ১৩ জুলাই ফের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
মহাকাশে চোখ ধাঁধিয়ে যাচ্ছে শুভাংশুর, দিনে কতবার সূর্যোদয় দেখছেন জানেন?
গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ (সকাল ৮:৩০ পর্যন্ত)
শ্রীনিকেতন (বীরভূম): ৯৫ মিমি
বর্ধমান: ৭৩ মিমি
কালিম্পং: ৬৮ মিমি
বাঁকুড়া: ৪৭ মিমি
বহরমপুর: ৪৬ মিমি
পানাগড়: ৩৫ মিমি
মান্তেশ্বর: ১২ সেমি
বাঁকুড়া: ৬ সেমি
বসিরহাট ও বহরমপুর: ৫ সেমি
সমুদ্র সংক্রান্ত সতর্কতা
আগামী ২৪ ঘণ্টায় ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে উত্তরের বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। IMD-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ও ঝড়বৃষ্টির দাপট। নাগরিকদের সতর্ক ও সচেতন থাকার বার্তা দিয়েছে প্রশাসন।