West Bengal News Live updates: 'যেখানে ৬০ শতাংশের বেশি হিন্দু সেখানে দাঁড়ান, কীভাবে জেতেন দেখব', ফিরহাদকে চ্যালেঞ্জ শুভেন্দুর

West Bengal News Live updates July 10 2025 পশ্চিমবঙ্গ:রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

West Bengal News Live updates July 10 2025 পশ্চিমবঙ্গ:রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Suvendu adhikari, firhad hakim,west bengal news today,latest bengali news,news in bengal live,tmc,bjp,ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata updates July 10 2025:এবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রকে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে আসনে ৬০ শতাংশের বেশি হিন্দু ভোটার রয়েছে সেখানে ভোটে দাঁড়ালে ফিরহাদ হাকিমকে 'গো-হারা' হারানোর চ্যালেঞ্জ নিলেন নন্দীগ্রামের BJP বিধায়। তিনি এদিন বলেছেন, "ওকে (ফিরহাদ হাকিম) বলুন তো যেখানে ৬০ শতাংশের বেশি হিন্দু আছে সেখানে দাঁড়ান। ও তো বন্দরে গিয়ে দাঁড়ায়, যেখানে ৭৫ শতাংশ মুসলমান। ওকে বলুন হিন্দু সিটে গিয়ে দাঁড়াতে। ওকে চ্যালেঞ্জ করছি যে আসনে ৬০ শতাংশের বেশি হিন্দু ভোটার আছে সেখানে দাঁড়াতে, তারপর ওকে বুঝিয়ে দেব। ও কী করে জেতে আমি দেখব।"

Advertisment

পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম পশ্চিমবঙ্গে এসেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য প্রতিনিধিদল পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সে ব্যাপারে কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর আব্দুল্লাহ। পরে তাঁকে পাশে নিয়েই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের পর্যটকদেরও উচিত কাশ্মীরে যাওয়া, কোনও ভয় নেই। আরও বেশি সংখ্যক পর্যটক যাতে কাশ্মীর যেতে পারেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকেই পদক্ষেপ করতে হবে।"

বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী' তকমা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র সামনে আসতেই বিতর্কের ঝড়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রিপোর্ট চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাধীনতা যোদ্ধাদের 'সন্ত্রাসবাদী' তকমা,অত্যন্ত গুরুত্ব দিয়েই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। কোন কোন ব্যক্তি এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকালের মধ্যে রিপোর্ট তলব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পরীক্ষা নিয়ামকের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে উল্লেখ উপাচার্যের। প্রশ্নপত্র বিতর্কে বিশ্ববিদ্যালয় দুঃখিত ও ক্ষমাপ্রার্থী এমনটাও জানিয়েছেন খোদ উপাচার্য।

Advertisment

আরও পড়ুন- plane crash:মাঝ আকাশে ভয়ঙ্কর ভয়াবহ বিমান দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের

  • Jul 10, 2025 20:41 IST

    West Bengal News Live updates:কলেজেই বিয়ের আসর

    কাকদ্বীপের কলেজে ছাত্র সংসদের রুমে বসেছিল বিয়ের আসর। দীর্ঘদিন পর সেই ছবি ভাইরাল হতেই দানা বেঁধেছে তুমুল বিতর্ক। ছবিতে দেখা গিয়েছে তৃণমূলের এক ছাত্র নেতা সংসদ রুমের ভিতরে বিয়ে করছেন। তাঁদের শুভদৃষ্টি হচ্ছে। হচ্ছে মালা বদলও। সংসদের ভিতরে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছে। এই ছবিটি প্রকাশ্যে আসতেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, "ওই ছাত্র ও ছাত্রীর আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তাঁরা সংসদের ভিতরে বন্ধুদের নিয়ে আনন্দ করছিলেন। এই বিষয়টি জানার পর ওই ছাত্র ও ছাত্রীকে কলেজে আসতে বারণ করে দেওয়া হয়েছে। বর্তমান কলেজে পরিবেশ খুবই ভালো। কোনও সমস্যা নেই। আগের থেকে রেজাল্টও অনেক ভালো হচ্ছে।"



  • Jul 10, 2025 18:49 IST

    West Bengal News Live updates:হিংস্র নৃশংসতায় হতভম্ব পুলিশও!

    বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ দোকানদারকে খুনের অভিযোগ খরিদ্দারের বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার অন্তর্গত মাহিনগর গ্রামে। ৭১ বছর বয়সী নিহত ব্যক্তির নাম সূর্যনারায়ণ মণ্ডল ওরফে গান্ধী। নিহত ব্যক্তির ছেলে রামনারায়ণ মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দেওয়ানদিঘী থানার পুলিশ খুনের মামলা রুজু করে খুনির সন্ধানে নামে। এলাকায় তল্লাশি চালিয় পুলিশ রাতের মধ্যেই অভিযুক্ত সুশান্ত মাঝিকে পাকড়াও করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজার দাবি নিহতের পরিবারের। 

    বিস্তারিত পড়ুন- Crime news: রক্তাক্ত হলেও মেলেনি ছাড়, হিংস্র নৃশংসতায় হতভম্ব পুলিশও!



  • Jul 10, 2025 18:48 IST

    West Bengal News Live updates:মুখ পুড়ল রাজ্য-SSC-এর

    ধোপে টিকল না 'দাগি'দের হয়ে রাজ্য ও SSC-র সওয়াল। চিহ্নিত 'অযোগ্য' পাশে দাঁড়াতে গিয়ে কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারারা। শেষমেষ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই একই নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ইতিমধ্যেই চিহ্নিত 'দাগি'রা এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম পূরণ করলে তা বাতিল বলে গণ্য করতে হবে। এদিন SSC-র নয়া নিয়োগ ইস্যুতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের আগের সমস্ত নির্দেশই বহাল রেখেছে। 

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court:'নতুন নিয়োগে অযোগ্যদেরও সুযোগ থাকুক', রাজ্য-SSC-র আর্জিতে কী জানাল ডিভিশন বেঞ্চ?



  • Jul 10, 2025 13:58 IST

    West Bengal News Live updates: বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র বিতর্ক, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    বিহারের ভোটার তালিকা ঘিরে বিতর্কে এবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, “এসআইআর (SIR) প্রক্রিয়ায় কোনও ভুল নেই, তবে এটি সময়মতো করা উচিত ছিল। এখন যখন বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, তখন এত বড় প্রক্রিয়া ৩০ দিনের মধ্যে সম্পন্ন করার কথা বলা হচ্ছে—এটি বাস্তবসম্মত নয়।” বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচীর বেঞ্চ এই মন্তব্য করেন। তাঁদের মতে, নির্বাচন কমিশনের এই উদ্যোগ “তাড়াহুড়ো করে এবং সময়ের সীমার মধ্যে চাপ দিয়ে করা হচ্ছে,” যা সঠিক সিদ্ধান্ত নয়। এ প্রসঙ্গে আদালত নির্বাচন কমিশনের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানায়, “এই সময়ে এমন বড়মাপের সংশোধন প্রক্রিয়া বাস্তবায়ন করা যুক্তিযুক্ত নয়।” 

    কমিশনের নিয়মকে কেন্দ্র করে আরজেডি, কংগ্রেস সহ বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করে। তারা বলছে, এই নিয়ম বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী, কারণ ২০০৩ সালের আগে যারা ভোট দিয়েছেন, তাদের থেকে এই প্রমাণ চাওয়া হচ্ছে না। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচীর বেঞ্চ এই মামলার শুনানি করছে “আপনি যদি প্রতিটি ভোটারের নাগরিকত্ব প্রমাণ করতে চান, তাহলে তা একটি বিশাল কাজ হয়ে যাবে। এটি আপনার কাজ নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ।”



  • Jul 10, 2025 13:51 IST

    West Bengal News Live updates: বাড়ির অদূরে খুন নার্স, গ্রেফতার স্বামী

    বাড়ির অদূরে রহস্যজনক ভাবে খুন হন পেশায় নার্স মহেশতলার বাসিন্দা শিল্পী বিবি। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয় গলায় ওড়না পেঁচানো মৃতদেহ। ময়নাতদন্তে উঠে আসে শ্বাসরোধের জেরেই মৃত্যু হয়েছে ওই মহিলার। এই ঘটনায় মৃতার স্বামী'ই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। প্রথম থেকেই তার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে এবার পুলিশের জালে মৃতার স্বামী। মৃতার পরিবারের তরফে সুষ্ঠ তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।



  • Jul 10, 2025 13:50 IST

    West Bengal News Live updates: লক্ষ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্ত পুলিশ কর্তা

    চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, অভিযোগ খোদ পুলিশ কর্তার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ-এর বিরাট অভিযোগ। বিষ্ণুপুর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক ও সেচ দফতরে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করা হয়েছে বলেই অভিযোগে উল্লেখ। অভিযুক্ত পুলিশ কর্মী সিঁথি থানায় কর্মরত। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশকর্তা।



  • Jul 10, 2025 13:50 IST

    West Bengal News Live updates: গ্রামের রাস্তা বেহাল, বাঁশের ডুলিতে রোগিণী

    গ্রামে বেহাল রাস্তা। অসুস্থ বৃদ্ধাকে বাঁশের ডুলিতে বসিয়ে হাসপাতালে ছুটলেন ২ যুবক।  এই ঘটনায় রীতিমত নিন্দার ঝড় বয়ে গিয়েছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার  নারায়ণগড় ব্লকের গ্রামরাজ হঠাৎ করেই নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন এক বৃদ্ধা। শানদেউলি গ্রামের ওই বৃদ্ধাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এদিকে গ্রামের যা রাস্তা তাতে অ্যাম্বুলেন্স ঢোকার কোন উপায় নেই। অতঃপর বাঁশের ডুলিতে রোগিণীকে চাপিয়ে হাসপাতালে ছুটলেন গ্রামের ২ যুবক। গ্রামবাসীরা জানিয়েছেন বারবার প্রশাসনকে অনুরোধ করেও রাস্তা হয়নি। বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি।



  • Jul 10, 2025 13:39 IST

    West Bengal News Live updates: কংগ্রেসের লালবাজার অভিযান

    নারী নিরাপত্তা ইস্যুতে আজ কলেজস্ট্রিট থেকে লালবাজার অভিযানের ডাক কংগ্রেসের। অভয়া, তামান্না থেকে শুরু করে কসবা কাণ্ড একাধিক ইস্যুতে আজ পথে নামতে চলেছে কংগ্রেস। 



  • Jul 10, 2025 12:47 IST

    West Bengal News Live updates: তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু ঘিরে হুলস্থূল


    সপরিবার পুরী বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাংলার শাসক বিধায়ক। ওডিশার বালেশ্বরে জেলায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এই দুর্ঘটনা। দ্রুতগতির মাহিন্দ্রা XUV700 গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক স্কুটি আরোহী। গুরুতর আহত হয়েছেন আরও একজন। জানা গিয়েছে হাওড়া উত্তরের  তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর গাড়িটি পুরী থেকে ফেরার পথে ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটিটিকে ধাক্কা মারার পরে গাড়িটি কয়েক মিটার দূরে গিয়ে থেমে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তি সোরো এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই বিধায়কের গাড়িটিকে আটক করেছে পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় বিধায়ক গৌতম চৌধুরী গাড়ির ভিতরে ছিলেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে রাস্তায় পড়ে রয়েছেন একজন আহত ব্যক্তি। গাড়ির সামনের বাম্পার ক্ষতিগ্রস্ত এবং বাঁদিকের হেডলাইট ভেঙে গিয়েছে। এমনকি, গাড়ির এয়ারব্যাগও খুলে গিয়েছে । এই ঘটনার তদন্তে নেমেছে সোরো থানার পুলিশ। গোটা বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



  • Jul 10, 2025 12:05 IST

    West Bengal News Live updates: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

    সাতসকালেই প্রবল কম্পন, আতঙ্কে হুলস্থূল। প্রাণ বাঁচাতে বহুতল ছেড়ে খোলা আকাশের নিচে বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প কেঁপে দিল্লি, নয়ডা, গুরগাঁও ও ফরিদাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চল। বিশেষজ্ঞদের মতে, দিল্লি ও আশেপাশের অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই অব্যাহত। ভবিষ্যতের জন্য নির্মাণকাজে সতর্কতা, ভূমিকম্প-প্রতিরোধী পরিকাঠামো এবং সচেতনতা প্রচার অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। সকাল ৯টা ০৪ মিনিট নাগাদ ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পনের উপকেন্দ্র ছিল হরিয়ানার ঝাঝর জেলায়। দিল্লি, নয়ডা, গুরগাঁও, ফরিদাবাদসহ এনসিআর জুড়ে অনেকেই প্রবল কম্পন অনুভব করেন। আতঙ্কে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন, যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



  • Jul 10, 2025 08:48 IST

    West Bengal News Live updates: বন্ধ মেট্রো, দুর্ভোগে হাজার হাজার নিত্য যাত্রী

    সপ্তাহের মাঝে কর্মদিবসে চূড়ান্ত হয়রানি। বন্ধ মেট্রো চলচল। থার্ড লাইনে পাওয়ার কাটের সমস্যার জন্য দমদম থেকে আপে আপাতত চলছে না কোন মেট্রো। ডাউন লাইনেও টিকিট দেওয়া বন্ধ। একে বৃষ্টি তার ওপর বন্ধ মেট্রো, চরম সংকটে হাজার হাজার নিত্যযাত্রীরা। 



tmc accident westbengal IMD Death