ভয়াবহ কম্পন! দুলে উঠল পৃথিবী, সুনামি সতর্কতায় বুক কাঁপছে দেশের মানুষের

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। দক্ষিণ ফিলিপিন্স-এ তীব্র কম্পনের জেরে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। দক্ষিণ ফিলিপিন্স-এ তীব্র কম্পনের জেরে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬।

author-image
IE Bangla Web Desk
New Update
philippines earthquake

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। দক্ষিণ ফিলিপিন্স-এ তীব্র কম্পনের জেরে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এদিকে তীব্র ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- দুর্গন্ধে টিকতে পারছিলেন না বাসিন্দারা, শেষে পুলিশ এসে যা দেখল তাতে আঁতকে উঠলেন এলাকাবাসী

ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সুনামির আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিভলকস) জানিয়েছে, মিন্দানাওয়ের দাভাও ওরিয়েন্টালের মানায় শহরের উপকূলে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হেনেছে। নিকটবর্তী উপকূলীয় এলাকার মানুষকে উঁচু স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisment

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, কোনও বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। উল্লেখ্য, ফিলিপিন্সে সর্বশেষ ভূমিকম্পে ৭৪ জনের মৃত্যু হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯।

আরও পড়ুন-অসমের NRC চিঠি নদিয়ায়, 'BJP-র চক্রান্ত, ভোটের আগে আতঙ্ক ছড়ানোর খেলা', সোচ্চার মহুয়া

ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার”-এর কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে প্রায়শ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এর আগে দেশটি তিনটি  বড় ভূমিকম্পের মুখোমুখি হয়েছে, যার ফলে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। এই বছর মধ্য ফিলিপিন্সে সংঘটিত এই ৭.৬ মাত্রার ভূমিকম্প সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।

আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে যে স্থানীয় সময় ১১:৪৩:৫৪ নাগাদ ভূমিকম্পের ফলে সুনামি দেখা দিতে পারে। ভূমিকম্পের সময় অনেক এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়, যার ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভূমিকম্পের ভয়াবহতার একাধিক দৃশ্য। 

শুক্রবার প্রায় দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছিল ফিলিপিন্সে। ৭ই অক্টোবরের ভূমিকম্পটি ৮০ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছিল। এছাড়াও, ৩০শে সেপ্টেম্বরের ভূমিকম্পে ফিলিপিন্সে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। ৭২ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছিল। ১৭০,০০০ এরও বেশি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

আরও পড়ুন-বাংলার উন্নয়নে বিপুল পরিমাণে টাকা পাঠাচ্ছে কেন্দ্র! মোদী সরকারকে ধন্যবাদ জানালেন সুকান্ত

earthquake