/indian-express-bangla/media/media_files/2025/07/07/mahua-2025-07-07-11-03-56.jpg)
Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
এবার আসাম থেকে NRC চিঠি এল নদিয়ার ধুবুলিয়া থানার সোনডাঙা গ্রামের বাসিন্দাদের কাছে। এই নিয়ে বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণনগরে হওয়া বিজয়া সম্মিলনীতে BJP-কে একহাত নিলেন সাংসদ মহুয়া মৈত্র।
তিনি বলেন, "আসাম ফরেন ট্রাইবুনালের কোনও অধিকার নেই।পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের এভাবে চিঠি দেওয়ার কোন অধিকার নেই। এটা বিজেপির খেলা। ভোটের আগে প্রত্যেক এলাকায় গিয়ে বিজেপির আগুন লাগানোর একটা খেলা। এটা বিজেপির চক্রান্ত। এন আর সি, এস আই আর যা কিছু করছে বিজেপি প্রত্যেকটা প্যানিক ও আতঙ্ক করানোর মাধ্যমে সরকারে ফিরে আসার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, "আশাদ সেখ, সঞ্জু সাঁই সেখ এই দুজন ধুবুলিয়া থানার সোনডাঙা গ্রামের বাসিন্দা। আসামের এন আর সি দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে দুজনকে। আসাম পুলিশ তাদের কাছে আসবে। ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যে তারা সমস্ত ডকুমেন্টস রেখে দেওয়ার কথাও বলে। এটা আগে কুচবিহারে হয়েছে। বিজেপির সাহস কি? যে পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দাকে আসামের বিদেশ দপ্তর যোবহাট থেকে চিঠি পাঠানো হচ্ছে।"
আরও পড়ুন-Murder Attempt:“মা যেন বাঁচে”, চোখে জল সন্তানদের, খুনের চেষ্টায় জেলে বাবা আরমান
সাংসদের কথায়, "কেন পাঠাচ্ছে? ভোটের আগে মানুষের মধ্যে ভয় আতঙ্ক ছড়ানোর জন্য এটা করা হচ্ছে। এরকম চিঠি আপনাদের কাছে গেলে আপনারা সঙ্গে সঙ্গে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন গুরুত্ব দেবেন না।" তৃণমূল সাংসদ আরও বলেন, "পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের এভাবে চিঠি দেওয়ার কোন অধিকার নেই। এটা বিজেপির খেলা। ভোটের আগে প্রত্যেক এলাকায় গিয়ে বিজেপির আগুন লাগানোর একটা খেলা। এটা বিজেপির চক্রান্ত। এন আর সি, এস আই আর যা কিছু করছে বিজেপি প্রত্যেকটা প্যানিক ও আতঙ্ক করানোর মাধ্যমে সরকারে কি ভাবে বিজেপি ফিরে আসবে সেই চেষ্টা করছে।"
আরও পড়ুন-বাংলায় SIR তোড়জোড় তুঙ্গে! জেলায়-জেলায় শুরু কমিশনের বৈঠক
মহুয়া মৈত্র আরও বলেন, "বাংলায় এখন বিজয়া দশমী চলছে। মা দুর্গা মহিসাসুরকে বধ করলেন। তখন দেবালয়ে আনন্দ উৎসব যেমন হয় বাংলায় ব্লকে ব্লকে তেমন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এত দিন ঢুকতে দেয়নি।আর ২৬ শে এক ইঞ্চি জমি ছাড় পাবে না। এরকম ভাবে অবৈধ ভাবে যদি চিঠি পাঠায় তাহলে আমরা যা জবাব দেওয়ার দেব। ব্যবস্থা নেব।"