/indian-express-bangla/media/media_files/2025/08/20/rekhas-2025-08-20-10-44-39.jpg)
Delhi cm slapped: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আক্রান্ত।
বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর নতুন সিভিল লাইনসের বাসভবনে আয়োজিত জনসুনবাই বৈঠকের সময় হামলার শিকার হন। সকাল ৮টা থেকে শুরু হওয়া বৈঠকে অভিযোগকারী সেজে ঢুকে পড়েন এক ব্যক্তি। অভিযোগ, তিনি প্রথমে কাগজপত্র দেখানোর নাম করে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে চড় মারেন।
অভিযুক্তের নাম রাজেশ ভাই কিমজি ভাই সাকারিয়া (৪১), তিনি গুজরাতের রাজকোটের বাসিন্দা। ঘটনাস্থলেই তাঁকে আটক করা হয় এবং বর্তমানে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং মুখ্যমন্ত্রীকে কিছু আদালতের কাগজ দেখান। ঠিক সেই সময় আচমকাই তিনি মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন এবং অভিযুক্তকে আটক করে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। এরপরই সিনিয়র অফিসাররা, এমনকি দিল্লি পুলিশের কমিশনারও মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসে পৌঁছে যান।
ঘটনার পর দিল্লি বিজেপি এক বিবৃতিতে এই আক্রমণের নিন্দা করে। দলের সভাপতি বিরেন্দ্র সচদেবা বলেন,“মুখ্যমন্ত্রী আপাতত স্থিতিশীল রয়েছেন, চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন। তিনি দৃঢ়চেতা মহিলা এবং দিল্লির মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ অটুট।”
আরও পড়ুন-Embroidery: সূচিকর্মে হিন্দু দেবদেবীর রূপ ফুটিয়ে সম্প্রীতির বার্তা, রোজগারের দিশাও দেখাচ্ছেন হযরত
অন্যদিকে, বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি এক্স (X)-এ পোস্ট করে লেখেন,“দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতভেদ ও প্রতিবাদের জায়গা আছে, কিন্তু সহিংসতার কোনও স্থান নেই। আশা করা যায় দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা এই ঘটনাকে “রাজনৈতিক ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন,“আমি মুখ্যমন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা করছি। তিনি প্রতিদিন মানুষের কথা চিন্তা করেন, তাঁদের সমস্যার সমাধানে সময় দেন… এটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। শত্রুরা সহ্য করতে পারছে না যে মুখ্যমন্ত্রী এতটা সময় মানুষের মধ্যে কাটান।”
আরও পড়ুন-Kolkata Weather Update:ভারী বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া, আজ কাঁপানো ঝড়-জল কোন জেলাগুলিতে?
উল্লেখযোগ্যভাবে, দিল্লির মুখ্যমন্ত্রীর উপর এ প্রথম হামলা নয়। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরও একাধিকবার জনসভায় আক্রমণ হয়েছিল। একবার তাঁর দিকে কালি ছোড়া হয়, আবার একবার জুতো নিক্ষেপ করা হয়।