Delhi ShootOut: দিল্লির বসন্ত বিহারে তরুণীর উপর পরপর গুলি। ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে। জানা গিয়েছে ওই যুবক ধর্ষণের মামলার আসামী ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী গুরুতর আহত অবস্থায় বর্তমানে AIIMS ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন।
বুধবার (৩১ জুলাই), একটি কালো মোটরসাইকেলে করে এসে দুই দুষ্কৃতী তরুণীর উপর গুলি চালায়। গুলিটি তাঁর বুকে লাগে। আহত অবস্থায় তাঁকে একটি PCR ভ্যানে করে তৎক্ষণাৎ AIIMS ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আবুজাইর সাফি (৩০) এবং তার সঙ্গী অমন শুক্লা এই হামলার সঙ্গে জড়িত। গত বছর ওই তরুণী আবুজাইরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন, সেই মামলায় সে বর্তমানে জামিনে মুক্ত ছিল। বৃহস্পতিবার ও শুক্রবার তল্লাশি চালিয়ে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তরুণীর বয়ানের ভিত্তিতে বসন্ত বিহার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ও ৩(৫) ধারায় এবং Arms Act অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই তরুণীর উপর আগে ক্ষোভ পুষে রেখেছিলেন ওই যুবক। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করলেও তরুণী সেই চেষ্টায় সাড়া দেননি। পুলিশ সূত্রে খবর, CCTV ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শুক্লাকে গ্রেফতার করা হয় এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। ১ আগস্ট সাফিকে ধরা হয় এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।