Advertisment

Digha: এবার ফাটাফাটি মজা দিঘায়! কম খরচে পর্যটকদের জন্য দুরন্ত বন্দোবস্ত পুজোর আগেই?

Digha: পর্যটকদের মনোরঞ্জনে গত কয়েক বছরের নানাবিধ ব্যবস্থা চালু হয়েছে দিঘায়। এবার দুর্গাপুজোর আগে দিঘায় যাওয়া পর্যটকদের জন্য দারুণ খবর। যেটা জানলে আহ্লাদে আটখানা হবেনই।

author-image
IE Bangla Web Desk
New Update
purba medinipur district Administration launched swagata portal in Digha, দিঘা, দীঘা, স্বাগত পোর্টাল

দিঘার সমুদ্র সৈকত।

Digha Helicopter Service from Kolkata: দিঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি! পুজোর আগেই কি শুরু পরিষেবা? জল্পনা তুঙ্গে। সৈকত শহর দিঘায় হেলিকপ্টার পরিষেবার চালুর দাবি বিভিন্ন মহলে। দিঘা বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির বেশ পছন্দের। ২০১৬ সালের শেষের দিকে রাজ্য সরকারের পরিবহণ ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে দিঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল। নিউ দিঘার জাতিমাটি মৌজার দিঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার নিজস্ব জায়গায় এই পরিষেবা চালু হয়। যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে। এক সময় হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পবনহংস সংস্থার ৭ আসনের এই হেলিকপ্টারের মাথা পিছু ভাড়া ছিল ২০০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সরকারি আধিকারিকরা প্রয়োজনে এই হেলিকপ্টারে আসেন। 

Advertisment

সাধারণ মানুষের জন্য যদিও এই পরিষেবা এখনও চালু হয়নি। জোরালো দাবি উঠছে এই পরিষেবা পুজোর আগে চালু হোক। বর্তমানে দিঘার সৌন্দর্যায়ন ও পরিকাঠামোর অনেকটাই উন্নতি হয়েছে। একদিকে ট্রেন-পথ অন্যদিকে বাস পরিষেবা, সাথে বেসরকারি গাড়ির মাধ্যমে পর্যটকরা আসেন দিঘায়। তার সাথে সমুদ্রে প্রমোদতরীর সুবিধাও আসতে চলেছে। বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ, হেলিপ্যাডটি দেখাশোনা করে পূর্ত দফতর। 

দিঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই। হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন দিঘায় আসা পর্যটকরা। যদিও অনেক সাধারণ পর্যটকরা এত টাকা খরচ করে হেলিকপ্টারে আসবেন কিনা থাকছে প্রশ্ন। সে ক্ষেত্রে মোটা টাকা খরচ করে হেলিকপ্টার পরিষেবা গ্রহণ করতে অনেকে আগ্রহী ছিলেন না। যা এই পরিষেবা বন্ধের অন্যতম কারণ। তাছাড়াও আরও অভ্যন্তরীণ কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে চলতে পরিষেবাটি বর্তমানে বন্ধ হয়ে গেছে। সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তার আগেই এই হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত জোরালো হচ্ছে।

আরও পড়ুন- Bengal Weather: পুজোর মুখে প্রবল দুর্যোগ! শক্তি বাড়িয়ে নিম্নচাপ আরও গভীর, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

আরও পড়ুন- Mamata Banerjee: ডাক্তারদের কর্মবিরতিতে মৃত রাজ্যের ২৯ জন, পরিজনদের জন্য বিরাট ঘোষণা মমতার

রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, এই পরিষেবা চালু হলে পর্যটকদের অনেকটা সুবিধা পাবে। দিঘা ভ্রমণ আরও আনন্দময় হয়ে উঠবে। দিঘায় গড়ে উঠছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটন শহর দিঘা।" এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, "আন্তর্জাতিক মানচিত্রে দিঘা যেভাবে তার স্থান করে নিয়েছে হেলিকপ্টার পরিষেবা চালু হলে তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।" মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, "এই মুহূর্তে পরিষেবা চালুর কোনও খবর নেই।"

আরও পড়ুন- Doctor’s Protest: 'আপনার হস্তক্ষেপ অন্ধকারে আলোর পথ দেখাবে', রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের

Luxury Cruise Service in Digha Helicopter Digha-Shankarpur Board Digha Tourism Digha
Advertisment