Advertisment

Bengal Weather: পুজোর মুখে প্রবল দুর্যোগ! শক্তি বাড়িয়ে নিম্নচাপ আরও গভীর, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

South Bengal Heavy Rain Alert: এ বছর বর্ষার মরশুমের শুরুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি হয়নি। তবে শ্রাবণ মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির বদল ঘটে। চানা বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update: আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গ

প্রতীকী ছবি।

Bengal Weather Forecast: শক্তি আরও বেড়েছে নিম্নচাপের। শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে সিস্টেমটি। এই গভীর নিম্নচাপের জেরেই প্রবল বৃষ্টির জোরালো সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার দিনভর দফায়-দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisment

শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ শনিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার বেশ কিছু জায়গায় চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় দিনভর কোথাও ভারী কথা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব মিলিয়ে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আজ বৃষ্টি চলবে।

সেই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও আজ দিনভর বৃষ্টি চলবে। আবহাওয়াবিদরা মনে করছেন শুধু বৃষ্টি নয়, উপকূলের বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতাতেও আজ দফায় দফায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। শনিবারের পর রবিবারেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। কালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

আরও পড়ুন- Mamata Banerjee: ডাক্তারদের কর্মবিরতিতে মৃত রাজ্যের ২৯ জন, পরিজনদের জন্য বিরাট ঘোষণা মমতার

আরও পড়ুন- Doctor’s Protest: 'আপনার হস্তক্ষেপ অন্ধকারে আলোর পথ দেখাবে', রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের

টানা বৃষ্টির জেরে নীচু এলাকাগুলি নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা বাড়ছে। এমনকী দুর্গাপুজোর মুখে এই প্রবল দুর্যোগের জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কাও তৈরি হয়েছে। টানা বৃষ্টি চললে ব্যারাজগুলি থেকে জল ছাড়ার সম্ভাবনা বাড়বে। তারই জেরে পরিস্থিতি আরও বেশি ঘোরালো হতে পারে।

আরও পড়ুন- RG Kar Case: নার্কো টেস্টে 'না' সঞ্জয়ের, CBI আবেদনে কী বলল আদালত?

Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather Bengal Weather Forecast
Advertisment