Dengue in West Bengal:ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। চলতি মাসে আক্রান্তের পরিসংখ্যান বুক কাঁপিয়ে দেবে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪৫০০-এর বেশি। সংখ্যাটা কপালে ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দফতরের।
সাত সকালেই খাস কলকাতায় ভয়াবহ আগুন, দমবন্ধ পরিস্থিতি, তুমুল আতঙ্কে ঘরছাড়া মানুষ
দিনে দিনে রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান চমকে দেওয়ার মতই। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে চলতি বছর রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭,১৪২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার মানুষ। হঠাৎ করেই ডেঙ্গুর বাড়বাড়ন্তে চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরের কপালে।
'বিশ্বের কোনো শক্তিই ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না', মহারাষ্ট্রে রেকর্ড জয়ে আত্মবিশ্বাসী মোদী
পরিসংখ্যান বলছে, চলতি মাসে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৪,৫০০। অক্টোবরে এই সংখ্যা ছিল ৭ হাজার, সেপ্টেম্বরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজারের বেশি। ডেঙ্গু আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদ রয়েছে শীর্ষে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। এরপর রয়েছে মালদা। সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগরনা সেখানেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজারের আশেপাশে। তবে কলকাতার সামগ্রিক পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছে। পুরস্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন কলকাতায় এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম। ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য দফতর।