Deoghar Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ, শোকস্তব্ধ শ্রাবণী মেলা

Deoghar Road Accident: ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনিয়া গ্রাম সংলগ্ন এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন পুণ্যার্থী(Kanwariya)।

Deoghar Road Accident: ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনিয়া গ্রাম সংলগ্ন এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন পুণ্যার্থী(Kanwariya)।

author-image
IE Bangla Web Desk
New Update
Deoghar Road Accident, Deoghar Road Accident, Kanwariya Deaths, Shravani Mela Accident, Baba Baidyanath Dham, Deoghar Bus Truck Collision, ঝাড়খণ্ড সড়ক দুর্ঘটনা, কাঁওর যাত্রা, শ্রাবণী মেলা ২০২৫, দেওঘর বাস দুর্ঘটনা, কাঁওরিয়া মৃত্যু, Baidyanath dham kanwar, Jamuniya river mishap, NDRF rescue Deoghar

ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার

Deoghar Road Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু ১৮ পুণ্যার্থির, শোকস্তব্ধ শ্রাবণী মেলা। ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনিয়া গ্রাম সংলগ্ন এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন পুণ্যার্থী(Kanwariya)। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে চলতি শ্রাবণী মেলা চলাকালীন, যখন হাজার হাজার ভক্ত বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

Advertisment

ফের অনুপ্রবেশের চেষ্টা, পুঞ্চে তুমুল গুলির লড়াই! নিকেশ ২ পাক জঙ্গি

ঘটনার পর এক্স হ্যান্ডেলে এক পোস্টে সাংসদ নিশিকান্ত দুবে লেখেন,"আমার লোকসভা কেন্দ্র দেওঘরে শ্রাবণ মাসের কাঁওর যাত্রার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থির প্রাণহানি হয়েছে। পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা"।

Advertisment

জানা গিয়েছে, ৩৫ জন ভক্তকে নিয়ে একটি বাস দেওঘরের দিকে যাচ্ছিল শিবের মাথায় ‘জল অর্পণ’-এর উদ্দেশ্যে। সেই বাসটিকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সামনাসামনি ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায়।

চোখের সামনে এই দুর্ঘটনা দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন স্থানীয়রা। হাহাকার, আর্তনাদে ভরে ওঠে গোটা এলাকা। বাসের ভেতরে বহু কাঁওরিয়া আটকে পড়েন, যাদের উদ্ধার করতে তৎপর হয় পুলিশ,জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)।

‘‘POK যদি আজ আমরা না নিই, তাহলে কবে নেব?’’— বিরোধী প্রশ্নে প্রবল অস্বস্তিতে মোদী সরকার

আহতদের দ্রুত দেওঘর সদর হাসপাতাল ও নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। মৃতদের শনাক্তকরণের কাজ চলছে এবং দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনার খবর পেয়ে জেলাশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন আধিকারিকেরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। পরে তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করেন।এদিকে, দুর্ঘটনাস্থলে ক্রেন নামিয়ে ধ্বংসস্তূপ সরানো শুরু হয়েছে। কী কারণে দুর্ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে।

Road Accident