Congress On Operation Sindoor: ‘‘POK যদি আজ আমরা না নিই, তাহলে কবে নেব?’’— বিরোধী প্রশ্নে প্রবল অস্বস্তিতে মোদী সরকার

Congress On Operation Sindoor: সংসদের বাদল অধিবেশনের সপ্তম দিনে লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে চলা বিশেষ আলোচনায় গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

Congress On Operation Sindoor: সংসদের বাদল অধিবেশনের সপ্তম দিনে লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে চলা বিশেষ আলোচনায় গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

author-image
IE Bangla Web Desk
New Update
ভারতীয় সেনার জয়কে কুর্নিশ অক্ষয়-অনুপমদের

‘‘POK যদি আজ আমরা না নিই, তাহলে কবে নেব?’’— বিরোধী প্রশ্নে প্রবল অস্বস্তিতে মোদী সরকার

Congress On Operation Sindoor: ‘‘পিওকে যদি আজ আমরা না নিই, তাহলে কবে নেব?’’— অপারেশন সিন্দুর নিয়ে মোদী সরকারকে 'তুলোধোনা' কংগ্রেসের

Advertisment

সংসদের বাদল অধিবেশনের সপ্তম দিনে লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে চলা বিশেষ আলোচনায় গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন অপারেশন সিন্দুরের বিস্তারিত তথ্য তুলে ধরেন, তখন গগৈ মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলে কোনঠাসা করা চেষ্টা করেন।

'কেউ কি পদত্যাগ করেছেন? হামলার দায় নিয়েছেন'? সংসদে 'ঝড়' তুললেন প্রিয়াঙ্কা গান্ধী

Advertisment

গৌরব গগৈ বলেন,"রাজনাথ সিংজি অনেক তথ্য দিয়েছেন। কিন্তু তিনি একবারও বলেননি, পাকিস্তান থেকে জঙ্গিরা কীভাবে নিরাপত্তাকে ফাঁকি দিয়ে পহেলগাঁওয়ে ঢুকে পড়ল এবং ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করল।"তিনি বলেন, বিরোধী দল হিসেবে দেশের স্বার্থেই প্রশ্ন তোলা আমাদের দায়িত্ব। গগৈ উল্লেখ করেন,"প্রধানমন্ত্রী মোদির সমর্থনে দেশ একত্র ছিল। কিন্তু ১০ মে হঠাৎ জানা গেল, যুদ্ধবিরতি হয়েছে। কেন থামলেন আপনি? আপনি কার চাপে থামলেন?"তিনি আরও বলেন,"মার্কিন প্রেসিডেন্ট ২৬ বার বলেছেন, ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে তিনি বাধ্য করেছেন। মোদী সরকার কী তা অস্বীকার করতে পারবে?"

সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিনে, অপারেশন সিঁদুর রাজ্যসভা উত্তাল হওয়ার সম্ভাবনা

লোকসভার কংগ্রেসের উপদলীয় নেতা বলেন, "আমাদের ৩৫টি রাফাল ছিল। কতগুলো এখন কার্যকর? একটি যদি ক্ষতিগ্রস্থ হয় তা দেশের জন্য বড় ক্ষতি। জনগণ ও সেনাদের সঙ্গেও যেন মিথ্যে না বলা হয়।"তিনি চিনের ভূমিকা নিয়েও মোদী সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, "যখন যুদ্ধ চলছিল, তখন চিন পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করছিল। যারা লাল চোখ দেখাচ্ছিলেন, তারা আজ কোথায়?" তিনি সাফ বলেন,"প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুদ্ধ আমাদের লক্ষ্য ছিল না। আমি জিজ্ঞাসা করছি, পিওকে দখল আমাদের লক্ষ্য নয় কেন? আজ যদি না নিই, তাহলে কবে নেব?"

 'চোখে চোখ রাখলে পরিণাম হবে ভয়ঙ্কর', আত্মনির্ভর ভারতের হয়ে সুর চড়ালেন রাজনাথ সিং

Indian Parliament OPERATION SINDOOR