/indian-express-bangla/media/media_files/2025/05/11/12AUv8QnQtoTHpvArfbq.jpg)
সীমান্ত অনুপ্রবেশের পাকিস্তানের মারাত্মক ছক রুখে দিল ভারতীয় সেনা, পুঞ্চে সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি।
Poonch infiltration attempt: ফের ভারতের দিকে চোখ তুলে তাকালো পাকিস্তান। অপারেশন সিন্দুরের রেশ এখনও কাটেনি। সংসদে চলছে জোর আলোচনা। এর মাঝেই সীমান্তে অনুপ্রবেশের পাকিস্তানের মারাত্মক ছক রুখে দিল ভারতীয় সেনা, পুঞ্চে সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি।
ঝুলন উৎসবে জমজমাট দিঘা! সৈকতনগরীতে উপচে পড়া ভিড়
পাক অধিকৃত কাশ্মীর (PoK) হয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। বুধবার সকালে পুঞ্চ জেলার দিগওয়ার (Digwar) এলাকায় সংঘটিত হওয়া এই সন্ত্রাসদমন অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনা সূত্রে জানা গিয়েছে একদল জঙ্গি পাক অধিকৃত অঞ্চল লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেনার টহলদারি দল তাদের চিহ্নিত করে গুলি চালায়। তীব্র গুলি বিনিময়ের পর দুই জঙ্গিকে নিকেশ করে সেনা।
#WhiteKnightCorps#OPERATION SHIVSHAKTI
— White Knight Corps (@Whiteknight_IA) July 30, 2025
In a successful anti-infiltration operation, alert troops of the #IndianArmy eliminated two terrorists attempting to infiltrate across the Line of Control. Swift action and accurate firepower thwarted the nefarious designs. Three weapons…
আজকের এই অভিযানে প্রসঙ্গে সেনার White Knight Corps এক্স এ জানিয়েছে, "সতর্ক সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে অনুপ্রবেশকারীদের নাশকতার চক্রান্ত ব্যর্থ করে দেয়।"তারা জানিয়েছে, অভিযানে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে এবং গোয়েন্দা বিভাগ ও জম্মু-কাশ্মীর পুলিশ (JKP)-এর সমন্বিত তথ্যভিত্তিক পদক্ষেপেই এই সফল অভিযান সম্ভব হয়েছে। সেনা জানিয়েছে, এলাকাটি এখনও ঘিরে রাখা হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুঞ্চ ও আশপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।