মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবক হুগলির সিঙ্গুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। তৃণমূলের জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে ২৮ বছর বয়সী চন্দন ভট্টাচার্যকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কালীপুজোয় নিজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোগ রান্না প্রসঙ্গে ফেসবুকে অত্যন্ত অশালীন (গালিগালাজ ও হীন মন্তব্য) পোস্ট করেছেন চন্দন।
শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গত ২৮ অক্টোবর চন্দন ভট্টাচার্য কমেন্ট পোস্ট করেছিলেন। ওঁর লোকেশন ট্র্যাক করা যায়নি প্রথমে। পরের দিন জানা যায়, উনি সিঙ্গুরের বাসিন্দা। এরপরই অভিযোগ জানাই’’। এ ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার তথাগত বসু বলেন, ‘‘সিঙ্গুর থানায় অভিযোগের প্রেক্ষিতে চন্দন ভট্টাচার্যকে গ্রেফতার করেছি আমরা। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে’’।
আরও পড়ুন: শোভন মমতার কাছে ফেরায় মুখ খুললেন রত্না
উল্লেখ্য, এর আগেও বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘অশালীন’ পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। কিছুদিন আগে মমতার ছবি বিকৃত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপিকর্মী প্রিয়াঙ্কা শর্মাকে। এ নিয়ে বিস্তর জলঘোলা হয়। সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের বিরুদ্ধে ফেসবুকে মুখ খোলায় কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এই আবহে হুগলির যুবককে গ্রেফতারি ঘটনা পরম্পরায় নয়া মোড় দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, ফেসবুকে ভুয়ো খবর ছড়ানো প্রসঙ্গে মমতা বারবার বলে থাকেন, ‘‘ফেসবুক ভাল, কিন্তু ফেকবুক ভাল নয়’’।
Read the full story in English