/indian-express-bangla/media/media_files/2025/01/08/kmVE6GXWpFwGLhiilXxb.jpg)
Dev: মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল পড়ুয়া সপ্তাহের অনুষ্ঠানে সামিল ছিলেন দেব।
Dev apolized for singing paglu song in tmc martyrs day programme: ১৪ বছর আগের স্মৃতি রোমন্থন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের। গতকাল পড়ুয়া সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে ২০১১ সালের একুশে জুলাইয়ের মঞ্চে তার সেই সময়কার ছবি পাগলুর একটি গান তিনি গিয়েছিলেন। শহীদ তর্পনের সভায় সেই গানটি করা তার ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন দেব।
৩৪ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল নেতৃত্বাধীন সরকার। তৃণমূল সরকার রাজ্য ক্ষমতায় আসার পর শহীদ তর্পনের সভা ২০১১ সালে ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক নেতারা সেই সভায় ধল নামে ছিলেন। বিপুল জনতার মাঝেই মঞ্চে উঠে দেব তার সেই সময়কার ছবি পাগলুর গান ধরেছিলেন। তৃণমূল কর্মী সমর্থকরা দেবের সঙ্গে সেই পাগলু গানে গলা মিলিয়ে ছিলেন।
ভুল করে পাগলু গান গেয়েছিলাম :দেব
ঘাটালের তৃণমূল সাংসদ এর কথায়, " এতদিন বলার সুযোগ পায়নি। এখন বলছি। আসলে সেদিন গানটা আমি গাইনি। লক্ষ লক্ষ মানুষ গানটা ধরেছিলেন, আমি শুধু গলা মিলিয়েছিলাম। ২০১১ সালে একুশে জুলাই এর মঞ্চে ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। তখন বুঝিনি।"
উল্লেখ্য, তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে ২০১১ সালে পাগলু গান নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। শহীদদের শ্রদ্ধা জানানোর সভায় জনপ্রিয় বাংলা ছবি সুপার হিট গান নিয়ে জোরদার চর্চা তৈরি হয় বিরোধীরা বিধেছিল শাসক দল তৃণমূলকে। আর ১৪ বছর পর পুরনো স্মৃতি আওরে ভুল স্বীকার দেবের।