Advertisment

India-Bangladesh Border: ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশী অনুপ্রবেশ? রাজ্যের কাঁটাতারহীন এই সীমান্তে উদ্বেগ চরমে!

India-Bangladesh Border: অশান্ত বাংলাদেশ। পড়শি দেশে ক্রমেই চড়া হচ্ছে ভারত-বিরোধিতার সুর। এই আবহে কাঁটাতারহীন এই সীমান্তে উদ্বেগ বেড়েই চলেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
India Bangladesh Border,Bsf,Bgb,Bangladesh news,bangladesh unrest,gaighata,ভারত বাংলাদেশ সীমান্ত,পশ্চিমবঙ্গের খবর,অনুপ্রবেশের আশঙ্কা

India-Bangladesh Border: ভারত-বাংলাদেশের এই সীমান্তের সর্বত্র কাঁটাতার লাগানোর দাবি স্থানীয়দের।

growing threat of infiltration along the unfenced India-Bangladesh border at Gaighata: দিন-রাত ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) অতন্দ্র প্রহরীর মতো পাহারায় BSF। তারপরেও উন্মুক্ত সীমান্ত আতঙ্ক বাড়িয়েছে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল সীমান্তের অনেকটাই কাঁটাতারহীন। সীমান্তের ওই এলাকায় অবিলম্বে কাঁটাতার দেওয়ার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। 

Advertisment

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশে (Bangladesh) ক্রমেই ভারত-বিরোধিতার স্বর চড়া হচ্ছে। সম্প্রতি মালদায় (Malda) ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে BGB এবং BSF-এর মধ্যে মত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আর এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে। গাইঘাটায় সীমান্ত এলাকার বাসিন্দাদের কথায়, "আংরাইল সীমান্তের অনেকাংশে কাঁটাতারের বেড়া নেই। সেই সমস্ত এলাকাগুলিতে বিএসএফের কড়া পাহারা রয়েছে।

কিন্তু বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে তার জেরে ঘন কুয়াশার সুযোগে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে পড়শি দেশ থেকে অনেকেই গ্রামের মধ্যে ঢুকে যেতে। বাংলাদেশের দুষ্কৃতীরাও এই সুযোগ কাজে লাগাতে পারে।" গ্রামবাসীদের দাবি, সীমান্তের যে জায়গায় কাঁটাতার নেই, অবিলম্বে সেই এলাকা ঘেরার বন্দোবস্ত করা হোক। 

আরও পড়ুন- West Bengal News Live:'সাজানো ঘটনা, সঞ্জয় নির্দোষ', আরজি কর কাণ্ডে আদালতে সওয়াল অভিযুক্তের আইনজীবীর

Advertisment

আংরাইল সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন বনগাঁ দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার। আংরাইলে বিএসএফ ক্যাম্পে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তিনি। এলাকার বাসিন্দাদের BSF-এর সঙ্গে সহযোগিতার পরামর্শ দেন তিনি। এলাকায় যে কোনও ধরনের দুষ্কৃতীমূলক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত বিএসএফকে জানাতেও আবেদন করেছেন তিনি। 

আরও পড়ুন- West Bengal Weather: পৌষ সংক্রান্তির আগেই কাঁপানো শীত, আরও নামবে পারদ, রেকর্ড ঠান্ডার প্রহর গুণছে বাংলা?

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম তারা কিছুটা আতঙ্কে রয়েছেন। বিএসএফ পাহারায় রয়েছে, তাই তাঁদের কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু এলাকার মানুষ চাইছেন সীমান্তে কাঁটাতার দেওয়া হোক। কাঁটাতার দেওয়া হলে তাঁরা আরও বেশি সুরক্ষিত হবে। বিএসএফও কাঁটাতার দিতে চাইছে। গ্রামের মানুষ কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে রাজি আছে। কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না। সেই কারণে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না।" উল্লেখ্য, বনগাঁ মহকুমায় প্রায় ৯৮ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত। যার মধ্যে গাইঘাটায় সীমান্ত এলাকার ২১ কিলোমিটারারের মতো। এই ২১ কিলোমিটারের মধ্যে ১৫ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। 

আরও পড়ুন- Tirupati stamapde: টোকেন বিলি ঘিরে বিশৃঙ্খলা, তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত বহু

India-Bangladesh Border Bangladesh Crisis Bangladesh Bangla News news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment