Latest West Bengal News Highlights: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত ৭ নভেম্বর ঝাড়গ্রামের রঘুনাথপুরে একটি লজের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল ওই চিকিৎসকের দেহ। পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে স্ত্রীকে মেসেজও পাঠিয়েছিলেন দীপ্র। সেই ঘটনায় ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতির অভিযোগ তুলেছিলেন অনেকে, যা নিয়ে পরবর্তী কালে হাইকোর্টে মামলা হয়।
উচ্চ মাধ্যমিকের মার্কশিটে জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ সংসদের। মার্কশিটে এ বার থাকছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। এতদিন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার হত একমাত্র ভারতীয় মুদ্রায়। জাল নোট ধরতে তা ব্যবহৃত হয়। এ বার একই কোড থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। যদিও গত বছর থেকেই মার্কশিটে কিউআর কোড থাকছে।
অন্যদিকে, মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার দলের নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার ডাকাবুকো দুলাল ওরফে বাবলা খুনের পরপরই তাঁর স্ত্রীর আশঙ্কা ছিল, দলেরই কেউ বা কারা এই হত্যাকান্ডে জড়িত থাকতে পারে। তদন্তে নেমে তৃণমূলের ইংরেজবাজার সহ-সভাপতি তথা তৃণমূল হিন্দি সেলের মালদা জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকারের দাবি, দুলাল খুনে দুষ্কৃতীদের ৫০ লক্ষ টাকা 'সুপারি' দিয়েছিলেন নরেন্দ্রনাথ এবং তাঁর ঘনিষ্ঠ স্বপন শর্মা। তাঁকেও পাকড়াও করেছে পুলিশ।
-
Jan 09, 2025 18:57 ISTWest Bengal News Live: বেনাপোল সীমান্তে BSF-BGB উচ্চপর্যায়ের বৈঠক
ভারত-বাংলাদেশের সাম্প্রতিক পক্ষাপটে দাঁড়িয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক হল। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সীমান্তের বেনাপোলে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর প্রতাপ সিং পাওয়ার-সহ একাধিক আধিকারিকেরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র উচ্চপদস্থ আধিকারিকেরা। আইজি পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
-
Jan 09, 2025 18:27 ISTWest Bengal News Live: মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেন এবং নাগরিক চেতনা মঞ্চের
নারীর নিরাপত্তা সুনিশ্চিতকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের। অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন সেই চিঠি সকলের সামনে তুলে ধরলেন। বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অপর্ণা এবং নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা।
-
Jan 09, 2025 17:46 ISTWest Bengal News Live: আরজি কর কাণ্ডে ট্রায়াল শেষ, ১৮ জানুয়ারি সাজা ঘোষণা
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বৃহস্পতিবার বিচারপ্রক্রিয়া শেষ হল শিয়ালদহ আদালতে। আগামী ১৮ জানুয়ারি দুপুরে সাজা ঘোষণা করা হবে।
-
Jan 09, 2025 17:40 ISTWest Bengal News Live: চিকিৎসক মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত ৭ নভেম্বর ঝাড়গ্রামের রঘুনাথপুরে একটি লজের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল ওই চিকিৎসকের দেহ। পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে স্ত্রীকে মেসেজও পাঠিয়েছিলেন দীপ্র। সেই ঘটনায় ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতির অভিযোগ তুলেছিলেন অনেকে, যা নিয়ে পরবর্তী কালে হাইকোর্টে মামলা হয়।
-
Jan 09, 2025 15:09 ISTWest Bengal News Live: ক্ষমতার লোভে শত্রুতা, তারই জেরে খুন?
মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুলে গ্রেপ্তার হয়েছেন শহর তৃণমূলের সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেপ্তারির পরপরই নরেন্দ্রনাথ তিওয়ারিকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল। তবে মালদা তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ক্ষমতার লোভ তত্ত্ব। শহরে দাপট থাকবে কার? এই বিষয়টি নিয়েই একদা দুই বন্ধুর মধ্যে শত্রুতা তৈরি হয়। তারই জেরে নৃশংস এই পরিণতি বলে মনে করছেন অনেকে।
-
Jan 09, 2025 14:01 ISTWest Bengal News Live:তিন তৃণমূল নেতাকে পুলিশি সুরক্ষা
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। এবার আসানসোলের তিন তৃণমূল নেতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসানসোল শিল্পাঞ্চলে জমি এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। এর জেরেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। পুলিশি সুরক্ষা পাচ্ছেন আসানসোলের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া এবং জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ।
-
Jan 09, 2025 13:52 ISTWest Bengal News Live:দিঘায় মিষ্টি উৎসব
বছরের শুরুতেই পর্যটকদের মন কাড়তে সৈকতনগরী দিঘায় (Digha) মিষ্টি উৎসব। দিঘায় এই মিষ্টি উৎসবের উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও স্থানীয় বিধায়ক অখিল গিরি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬ হাজার মিষ্টি ব্যবসায়ী এই মিষ্টি উৎসবে অংশ নিয়েছেন। বাংলার পর্যটন মানচিত্রে বরাবরই দিঘা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এহেন দিঘায় বছরের শুরুতে এই ধরনের আকর্ষণীয় একটি প্রোগ্রাম হওয়ায় যারপরনাই খুশি পর্যচকরা। মিষ্টিরসে নিজেদের ডুবিয়ে দিচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। নানা রকমের মিষ্টির পসরা নিয়ে ৪০ থেকে ৫০টি স্টল রয়েছে উৎসব প্রাঙ্গণে। বিভিন্ন স্বাদের রসগোল্লার পাশাপাশি মিষ্টিপ্রেমীদের মন কাড়ছে ছানার মুড়কি, জলভরা, সরপুরিয়া, অমৃতির মতো জিভে জল আনা সব মিষ্টির পদ।
বিস্তারিত পড়ুন- Digha: দিঘা জমে ক্ষীর! মিষ্টি উৎসব জমজমাট, বিরাট প্রস্তাব গেল মুখ্যমন্ত্রীর কাছে
-
Jan 09, 2025 12:52 ISTWest Bengal News Live:ইতিহাস গড়ে 'ভারতশ্রেষ্ঠ' বঙ্গতনয়া!
সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু জয়ের ইতিহাস তৈরি করে এখন 'বিশ্ববন্দিতা' বঙ্গকন্যা সায়নী দাস (Sayani Das)। বাংলার এই 'জলকন্যা' এবার পেতে চলেছেন ভারতের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার স্পোর্টস সন্মান। আগামী ১৭ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে 'তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড' নেবেন সায়নী। ভারত সরকারের যুব বিষয়ক বিভাগ ও ক্রীড়া মন্ত্রক এই সন্মানের জন্য সায়নী দাসকেকে নির্বাচিত করেছে। সেই সংক্রান্ত পত্র ইতিমধ্যেই সায়নী দাসের বাড়িতে এসে পৌঁছেছে। বুলা চৌধুরীর পর বাংলার একমাত্র সাঁতারু কন্যা সায়নী দা’ই জাতীয় এই সন্মান লাভের জন্য বিবেচিত হলেন। সায়নীর এই সাফল্যে তাই গর্বিত বাংলা ও বাঙালি।
বিস্তারিত পড়ুন-Success Story: 'ভারতশ্রেষ্ঠ' হওয়ার অভূতপূর্ব সম্মান পঞ্চম সিন্ধু জয়ী সায়নীর, বঙ্গতনয়ার বেনজির কীর্তি চর্চায়!
-
Jan 09, 2025 12:20 ISTWest Bengal News Live:তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি
এবার তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি দেওয়া হল অডিও বার্তায়। বুধবার গভীর রাতে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকছার মণ্ডলকে অডিও বার্তায় হুমকি দেওয়া হয় খুনের। সাথে পাঠানো হয় একটি আগ্নেয়াস্ত্রের ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন পঞ্চায়েত প্রধান। এই বিষয়ে তিনি ইতিমধ্যেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে তিনি জানিয়েছেন। তাঁর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানান আকছার। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও তিনি জানিয়েছেন।
-
Jan 09, 2025 11:26 ISTWest Bengal News Live: দেবের ভুল স্বীকার
১৪ বছর আগের স্মৃতি রোমন্থন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের। গতকাল পড়ুয়া সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে ২০১১ সালের একুশে জুলাইয়ের মঞ্চে তার সেই সময়কার ছবি পাগলুর একটি গান তিনি গিয়েছিলেন। শহীদ তর্পনের সভায় সেই গানটি করা তার ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন দেব।
বিস্তারিত পড়ুন- Dev: তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে 'পাগলু' গান, ১৪ বছর পর দেব বললেন 'ভুল হয়েছিল'...
-
Jan 09, 2025 11:00 ISTWest Bengal News Live: রয়্যাল আতঙ্কে সন্ধে নামলেই ঘরবন্দি
ফের পুরুলিয়ায় ঝাড়খন্ড সীমানায় বাঘের আতঙ্ক। এই বাঘটির গলায় রেডিও কলার না থাকায় তার গতিবিধি বোঝার উপায় নেই। সেই কারণেই পুরুলিয়ার একেবারে ঝাড়খন্ড সীমানার কাছাকাছি এলাকাগুলিতে আতঙ্ক জেঁকে বসেছে। আতঙ্কে সন্ধে নামলেই প্রায় ঘরবন্দি হয়ে পড়ছেন বাসিন্দারা।
-
Jan 09, 2025 10:15 ISTWest Bengal News Live: ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশী অনুপ্রবেশ?
দিন-রাত ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) অতন্দ্র প্রহরীর মতো পাহারায় BSF। তারপরেও উন্মুক্ত সীমান্ত আতঙ্ক বাড়িয়েছে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল সীমান্তের অনেকটাই কাঁটাতারহীন। সীমান্তের ওই এলাকায় অবিলম্বে কাঁটাতার দেওয়ার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
বিস্তারিত পড়ুন- India-Bangladesh Border: ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশী অনুপ্রবেশ? রাজ্যের কাঁটাতারহীন এই সীমান্তে উদ্বেগ চরমে!
-
Jan 09, 2025 09:29 ISTWest Bengal News Live: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬
অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা। ভক্তদের প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু, আহত বহু। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। আহতদের অধিকাংশই তামিলনাড়ুর বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ৩০ জনকে রুইয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। মন্দিরের কার্যক্রম পরিচালনাকারী তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) ৯ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে দর্শনের জন্য টোকেন দেওয়ার জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করেছিল। সেই টোকেন সংগ্রহে হুড়োহুড়ির জেরেই মর্মান্তিক এই কাণ্ড ঘটেছে।
বিস্তারিত পড়ুন- Tirupati stamapde: টোকেন বিলি ঘিরে বিশৃঙ্খলা, তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত বহু
-
Jan 09, 2025 08:33 ISTWest Bengal News Live:পুলিশি হাজিরা এড়ালেন BJP নেতারা
পৃথক তিনটি কারণে বিজেপির তিন নেতাকে তলব করেছিল পুলিশ। তবে তিন নেতাই পুলিশি হাজিরা এড়িয়েছেন। পুলিশি হাজিরা এড়িয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, ভাটপাড়ার বিধায়ক পবন সিং ও ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনটি ভিন্ন কারণ দেখিয়ে এই তিন বিজেপি নেতা পুলিশি হাজিরা এড়িয়েছেন।
-
Jan 09, 2025 08:32 ISTWest Bengal News Live:গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ থেকেই বিশেষ পরিষেবা
গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকেই বিশেষ পরিষেবা শুরু। বাস ও লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা শুরু আজ। অন্যদিকে পুণ্যার্থীদের সুবিধার্থে সাগরদ্বীপেও ভেসেল এবং বাস পরিষেবা মসৃণ করতে তৎপরতা নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন গোটা বিষয়টিতে নজরদারি চালাচ্ছে।
-
Jan 09, 2025 08:26 ISTWest Bengal News Live: আরও নামবে পারদ
কনকনে শীত গোটা রাজ্যে। বুধবার দিনভর উত্তুরে হাওয়ায় শীতের জমাটি আমেজ উপভোগ করেছে বঙ্গবাসী। বুধবারের পর আজ বৃহস্পতিবারেও জাঁকিয়ে ঠান্ডা। পৌষ সংক্রান্তির (Poush Sankranti) আগে রাতের তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: পৌষ সংক্রান্তির আগেই কাঁপানো শীত, আরও নামবে পারদ, রেকর্ড ঠান্ডার প্রহর গুণছে বাংলা?
-
Jan 09, 2025 08:07 ISTWest Bengal News Live: আরজি কর কাণ্ডে আদালতে সওয়াল
"সঞ্জয় রায় নির্দোষ। সিবিআই বলছে ঘটনার সময় অভিযুক্ত নির্যাতিতার উপরে ছিলেন। তাহলে তো তার শরীরে ধস্তাধস্তি চিহ্ন থাকা উচিত। এক্ষেত্রে তেমন কিছু হয়নি। আঙুলের ছাপ পর্যন্ত মেলেনি। পুরোটাই সাজানো ঘটনা হতে পারে। " আরজি কর কাণ্ডে আদালতে এমনই সওয়াল করেছেন অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী।