/indian-express-bangla/media/media_files/2025/10/18/dhaka-airport-fire-2025-10-18-17-06-03.jpg)
ছবি-প্রথম আলো
ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ শনিবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৩৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
আরও পড়ুন- 'ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান' শাহবাজ-মুনিরকে সতর্ক করলেন রাজনাথ
শনিবার ঘড়ির কাটায় তখন দুপুর ২.৩০টে। অন্যান্য দিনের মতই ব্যাস্ততা ঢাকার শাহজালাল বিমানবন্দরে। হঠাৎ করেই বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটে। গল গল করে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্ত্বর।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৩০টি ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে পরে আরও ৬টি ইঞ্জিন আগুল নেভানোর কাজে হাত লাগায়। এদিকে এই খবর পেয়েই স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন বিমানবন্দর চত্ত্বরে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে তাদের সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- সাংসদদের আবাসনে বিধ্বংসী আগুন, বারে বারে ফোন করার পরও এলো না দমকল, বিরাট অভিযোগে হুলস্থূল
দমকলের তরফে জানানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। “যে এলাকায় আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের পণ্য রাখা ছিল, সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় একটি কেমিক্যাল গুদামও ছিল, যেটি আগুনে পুড়ে গেছে।” কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চলছে।