'ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান' শাহবাজ-মুনিরকে সতর্ক করলেন রাজনাথ

লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "অপারেশন সিন্দুর সমগ্র বিশ্বের কাছে ভারতের শক্তি এবং আত্মনির্ভরতাকে প্রমাণ করেছে।

লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "অপারেশন সিন্দুর সমগ্র বিশ্বের কাছে ভারতের শক্তি এবং আত্মনির্ভরতাকে প্রমাণ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rajnath-singh-brahmos-lucknow-made-in-india-first-batch

শাহবাজ-মুনিরকে সতর্ক করলেন রাজনাথ

লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "অপারেশন  সিন্দুর সমগ্র বিশ্বের কাছে ভারতের শক্তি এবং আত্মনির্ভরতাকে প্রমাণ করেছে। তিনি আরও বলেন, "পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড এখন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে । অপারেশন সিন্দুর কেবল একটি ট্রেলার ছিল। এই মিশনের মাধ্যমে ভারত সমগ্র বিশ্বকে একটি বার্তা দিয়েছে যে শত্রুদের মোকাবিলা করার ক্ষমতা রয়েছে ভারতের"। 

Advertisment

আরও পড়ুন-  'চিপস থেকে জাহাজ, আত্মনির্ভরতার পথে ভারতের দুরন্ত গতিতে অবাক বিশ্ব': মোদী

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এখন আর কেবল একটি অস্ত্র নয়, বরং ভারতের ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতীক। এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি সেনাবাহিনী , নৌবাহিনী এবং বিমান বাহিনীর মেরুদণ্ড হয়ে উঠেছে । ক্ষেপণাস্ত্রটির অতিরিক্ত গতি, নির্ভুলতা এবং শক্তি এটিকে বিশ্বের সেরা ক্ষেপনাস্ত্রের মধ্যে একটি করে তুলেছে। পাশাপাশি তিনি বলেন যে লক্ষ্ণৌ এখন কেবল সংস্কৃতির শহর নয়, বরং প্রযুক্তি ও শিল্পের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। উত্তর প্রদেশে প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্রগুলি গড়ে উঠছে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ইউনিট এরই একটি অংশ। তিনি বলেন , যে এই ইউনিটটি বছরে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করবে । এই ক্ষেপণাস্ত্রগুলি সেনাবাহিনী , নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তৈরি করা হবে। এই ইউনিটটি প্রায় ২০০ একর জমির উপর নির্মিত এবং প্রায় ৩৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। 

Advertisment

আরও পড়ুন-সাংসদদের আবাসনে বিধ্বংসী আগুন, বারে বারে ফোন করার পরও এলো না দমকল, বিরাট অভিযোগে হুলস্থূল

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন যে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড এখন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে তিনি বলেন 'অপারেশন সিন্দুর ছিল স্রেফ একটা  ট্রেলার, পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ভারত, যে প্রয়োজনে ভারত তার শক্তি প্রদর্শন করতে পারে'। ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণস্ত্র ব্রহ্মোস-এর সম্পূর্ণরূপে দেশীয়ভাবে উৎপাদিত প্রথম ব্যাচ আজ ভারতের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের লখনউতে স্থাপিত ব্রহ্মোস উৎপাদন কেন্দ্রে তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো দেশের আত্মনির্ভর প্রতিরক্ষা ক্ষমতার লক্ষ্যে একটি  বড় পদক্ষেপ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- চরম উত্তেজনার আবহে ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর, কড়া অবস্থান ভারতের

India-Pakistan pakistan rajnath singh