/indian-express-bangla/media/media_files/2025/10/18/massive-fire-broke-out-at-kaveri-apartments-2025-10-18-15-50-25.jpg)
সাংসদের আবাসনে বিধ্বংসী আগুন
সংসদ ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ভয়াবহ আগুন। বারে বারে ফোন করার পরও এলো না দমকল। এমনই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার।
আরও পড়ুন- 'চিপস থেকে জাহাজ, আত্মনির্ভরতার পথে ভারতের দুরন্ত গতিতে অবাক বিশ্ব': মোদী
রাজধানীর বিডি মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট। উল্লেখ্য, এই আবাসনেই রয়েছে একাধিক সাংসদের ফ্ল্যাট। বহুতল এই ভবনটি ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবং বেশ কয়েকজন লোকসভা ও রাজ্যসভার সাংসদ থাকেন এই আবাসনেই। আর সেখানেই শনিবার দুপুরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ভরতপুর থেকে বেলডাঙা, হুমায়ুনের ‘ডাবল শট’ রাজনীতিতে তৃণমূলে তোলপাড়!
তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখালে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে, “ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে বিশাল অগ্নিকাণ্ড। ভবনটি সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে। ৩০ মিনিট ধরে কোনো বারে বারে জানানো সত্ত্বেও দমকলের কোন ইঞ্জিনের দেখা মেলেনি। আগুন এখনও জ্বলছে এবং বৃদ্ধি পাচ্ছে। দিল্লি সরকারের কাছে লজ্জা হওয়া উচিত।”
আরও পড়ুন- শুধু সোনা, রূপা, বাসনপত্র, ঝাড়ুই নয় এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা
রাজধানীর বিডি মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে শনিবারই ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রাথমিক ভাবে জানা গেছে, বহুতল এই কমপ্লেক্সের উপরের তলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের জেরে আবাসিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তৎপরতায় আগুন অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। তবে তৃতীয় তলা পর্যন্ত বেশ কয়েকটি ফ্ল্যাট পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- চরম উত্তেজনার আবহে ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর, কড়া অবস্থান ভারতের
দিল্লি দমকল বিভাগের এই শীর্ষ কর্মকর্তা জানান, “দুপুর ১:২২ মিনিটে আমরা ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবর পাই। ১৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে কাজ এখনও চলছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”