Durga Puja 2025: 'অচল' বাহুও দমাতে পারেনি! এক-হাতেই গড়েন দুর্গা, ধনঞ্জয়ের এগল্প জানলে অবাক হবেন!

Durga idol: সামনেই দুর্গাপুজো। প্রতিমা তৈরির কারিগরদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই। ধনঞ্জয়ও দিন-রাত এক করে সেই কাজেই ডুবে আছেন।

Durga idol: সামনেই দুর্গাপুজো। প্রতিমা তৈরির কারিগরদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই। ধনঞ্জয়ও দিন-রাত এক করে সেই কাজেই ডুবে আছেন।

author-image
Uttam Dutta
New Update
Dhananjay Mishra one-handed Durga idol maker Hooghly  ,Hooghly single-handed artisan Durga idol life struggling,  accident injured artist one hand makes Durga idol , clay idol artist perseveres after coma Hooghly,Durga Puja 2025, দুর্গাপুজো ২০২৫, এক-হাতে দুর্গা প্রতিমা শিল্পী ধনঞ্জয় মিশ্র , হুগলি একহাত প্রতিমা গড়ায় জীবনসংগ্রাম,  মৃৎশিল্পী ধনঞ্জয় দুর্ঘটনার পর দীপ্ত প্রতিমা  ,এক হাতে দশভুজা মূর্তি হুগলি শিল্পী

Durga Puja 2025: এক হাতেই দুর্গা প্রতিমা তৈরির কাজ করছেন ধনঞ্জয় মিশ্র।

Durga Puja 2025: শারদীয়া দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, হুগলির পোলবা-দাদপুর ব্লকের বীরেন্দ্রনগর গ্রামের ৪৪ বছরের মৃৎশিল্পী ধনঞ্জয় মিশ্র এক হাতে দুর্গাপ্রতিমা গড়ছেন অদম্য মানবিক চেতনায়। কয়েক বছর আগের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় বাঁ হাত অকেজো হয়ে গেলেও—দু'হাতের স্বপ্ন ভেঙে গেলেও—সম্পূর্ণ এক হাতে আজ মুণ্ড-মুকুট-চোখ-নাক সহ প্রতিমার প্রতিটি অঙ্গ গড়ে তুলছেন তিনি।

Advertisment

কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হন ধনঞ্জয়। ২০ দিন কোমায় ছিলেন। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবন ফিরে পেলেও, বাঁ হাত মাঝেমধ্যেই অকেজো হয়ে যায়। তবুও, ডান হাত ও মনের জোরেই একের পর এক প্রতিমা গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুুন- West Bengal News Live Updates: খাস কলকাতায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই, তদন্তে পুলিশ

Advertisment

প্রতিমার কাঠের ফ্রেম তৈরি থেকে শুরু করে খড় দিয়ে বাঁধন তৈরি– মাটির প্রলেপ– রঙ, অলংকার, শাড়ি, মুকুট—সব যন্ত্রণা ও দুর্ভোগ উপেক্ষা করে নিজ হাতেই করছেন প্রতিটি ধাপ। তাঁর স্ত্রী সুদীপ্তা মিশ্র দেবীর পায়ে আলতা, অলংকার সাজানোর কাজে তাঁকে সামান্য সহায়তা করেন। শৈশবেই মৃৎশিল্পের সঙ্গে পরিচয়। ২০০৩ সালে ফাইন আর্টসে প্রশিক্ষণ গ্রহণের পর, অনেককে আঁকা শিখিয়েছেন। মূর্তি গড়ার পাশাপাশি ছবিও আঁকেন তিনি। 

এসবেস্টসের ছাউনি দিয়েই তাঁর মাটির বাড়ি। যার 'হাড়গোড়' বেরিয়ে জীর্ণসার হয়ে গেছে। সেই বাড়িতেই রয়েছে তাঁর নিজের আঁকা কয়েকটি অমূল্য তৈলচিত্র। স্রষ্টার কাছে সেটাই তো 'প্রাসাদ'। যেখানে আছে তাঁর স্বপ্নের, তাঁর সৃষ্টির সমাহার। আসলে তিনি একাধারে ভাস্কর ও অন্যদিকে চিত্র শিল্পী। 

আরও পড়ুুন-Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর

মাটির ঘর, ওপরে ফাটা এসবেস্টস, বৃষ্টির জল, সাপ-খোপ সব কিছুকে মানিয়ে নিয়েছে যেন এই মিশ্র পরিবার। "আমাদের হয়ে কেউ বলার নেই, কেউ শোনারও নেই। তাই আমরা এভাবে থেকেই অভ্যস্ত হয়ে গেছি।" প্রতিমার মুকুট তৈরি করতে করতে একটা বিষাদের সুর ভেসে আসে ধনঞ্জয়-জায়ার মুখ থেকে।

Durga Puja hooghly news Bengali News Today