/indian-express-bangla/media/media_files/2025/04/03/t9psqxKsIfVhTti4JCS1.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি, সারারাত উত্তরকন্যায় ছিলাম। তার কারণ, আমাদের দিকে কোনও প্রবলেম হলে সেটা যাতে...আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, আমরা যাতে বিষয়টা দেখে নিতে পারি।"
রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ তিন জনের জামিন খারিজের জন্য এবার তৎপরতা শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক ও তার সহযোগী আনিসুর রহমান সহ তিনজনের জামিন বাতিলের জন্য তারা আবেদন করেছে। হাইকোর্টে আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে ED গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও তার ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমানও জামিনে মুক্ত। ইডির আশঙ্কা, জামিনে মুক্ত হয়ে এবার অভিযুক্তরা তদন্তে প্রভাব ফেলতে পারেন। এই যুক্তি দেখিয়েই আদালতে তাদের জামিন বাতিলের আর্জি জানিয়েছে ইডি।
ফের খাস কলকাতা শহরে এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ। দিদিকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন ভাইও। বাগুইআটি এলাকায় গাড়ি পার্কিং ঘিরে গন্ডগোলের সূত্রপাত। বুধবার রাতে বাগুইআটিতে মহিলা চিকিৎসকের চেম্বারের বাইরে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল হয়। গাড়ির পিছনে আরও একটি গাড়ি দাঁড় করিয়ে দেন স্থানীয় একটি আবাসনের বাসিন্দা।
আরও পড়ুন- Amader Para Amader Samadhan:পাড়ায় সমাধান শিবিরে গিয়ে তালাবন্দি BDO, বিরাট বিক্ষোভে দিলেন দৌড়!
চিকিৎসক প্রতিবাদ করলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ব্যক্তির ছেলে বেরিয়ে এসে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এদিকে দিদির নিগ্রহের খাবর পেয়ে সেখানে পৌঁছে যান চিকিৎসকের ভাই। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে।
আরও পড়ুন- Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর
অন্যদিকে নেপালে অশান্তির আঁচ বাংলাতেও। প্রতিবেশী দেশে লাগাতার অশান্তি-হিংসার জেরে ভারত-নেপাল বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত বাস চালাতো NBSTC। নেপালের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আপাতত সেই বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
প্রতিদিন শিলিগুড়ি থেকে অসংখ্য মানুষ নানা কাজের জন্য নেপালে যান, আবার নেপাল থেকেও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ফি দিন মানুষজন নানা কাজে আসেন। স্বাভাবিকভাবে এই বাস পরিষেবা বন্ধ হওয়ার জেরে তাঁরা যারপরনাই সমস্যায় পড়েছেন।
আরও পড়ুন- WBCERC:রোগী-মৃত্যুর পর টাকার জন্য দেহ আটকাতে পারবে না হাসপাতাল, কড়া নির্দেশিকা স্বাস্থ্য কমিশনের
- Sep 10, 2025 14:11 IST
Kolkata News Live Updates:আন্দোলনের নামে ব্যাপক হিংসা নেপালে
আন্দোলনের নামে ব্যাপক হিংসা, লুটপাট, অগ্নিসংযোগ এবং খুনের চেষ্টার ঘটনার পর নেপাল সেনা গোটা দেশে কারফিউ জারি করেছে। বুধবার সকাল থেকে সেনা মোতায়েন করা হয়েছে কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে। সেনার তরফে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিস্তারিত পড়ুন- Nepal Protest: আন্দোলনের নামে ব্যাপক হিংসা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশজুড়ে কারফিউ, কবে শান্তি ফিরবে নেপালে?
- Sep 10, 2025 14:10 IST
Kolkata News Live Updates:তালাবন্দি BDO
'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে গিয়ে এবার তালাবন্দি হয়ে থাকতে হল খোদ BDO-কেই। পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জনরোষ থেকে বাঁচতে রীতিমতো এলাকা ছেড়ে দৌড় লাগালেন বিডিও। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন- Amader Para Amader Samadhan:পাড়ায় সমাধান শিবিরে গিয়ে তালাবন্দি BDO, বিরাট বিক্ষোভে দিলেন দৌড়!
- Sep 10, 2025 14:08 IST
Kolkata News Live Updates:এক-হাতেই গড়েন দুর্গা, ধনঞ্জয়ের এগল্প জানলে অবাক হবেন!
শারদীয়া দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, হুগলির পোলবা-দাদপুর ব্লকের বীরেন্দ্রনগর গ্রামের ৪৪ বছরের মৃৎশিল্পী ধনঞ্জয় মিশ্র এক হাতে দুর্গাপ্রতিমা গড়ছেন অদম্য মানবিক চেতনায়। কয়েক বছর আগের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় বাঁ হাত অকেজো হয়ে গেলেও—দু'হাতের স্বপ্ন ভেঙে গেলেও—সম্পূর্ণ এক হাতে আজ মুণ্ড-মুকুট-চোখ-নাক সহ প্রতিমার প্রতিটি অঙ্গ গড়ে তুলছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Durga Puja 2025: 'অচল' বাহুও দমাতে পারেনি! এক-হাতেই গড়েন দুর্গা, ধনঞ্জয়ের এগল্প জানলে অবাক হবেন!
- Sep 10, 2025 14:07 IST
Kolkata News Live Updates:HIDCO-র নতুন চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য
রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ বা HIDCO-র নতুন চেয়ারপার্সন হলেন অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার নবান্ন থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে চন্দ্রিমা ভট্টাচার্যকে HIDCO-র চেয়ারপার্সন পদে মনোনীত করার বিষয়টি জানানো হয়েছে। দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী আমাকে এই কাজের জন্য যোগ্য বলে মনে করেছেন। তাঁর কাছে আমি কৃতজ্ঞ।"
- Sep 10, 2025 12:08 IST
Kolkata News Live Updates:বাংলাদেশের প্রাক্তন ডাককর্মীকে ভারতীয় নাগরিকত্ব
২০০৯ সালে বাংলাদেশ থেকে এসে বাগদার হেলেঞ্চা বৈঁচিডাঙাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রমথ রঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদনের কথা ভাবেন। সেই ভাবনা মতোই ২০২৫ সালের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রমথরঞ্জন বিশ্বাস। সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতিক সেই নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন প্রমথরঞ্জন বিশ্বাস নামে ওই ব্যক্তি। নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে তিনি খুব খুশি। তাঁর কথায় এখন আর তাঁকে কেউ ভারত থেকে বিতাড়িত করতে পারবে না। তিনি একজন ভারতীয় নাগরিক, ভারত সরকার তাঁকে এই স্বীকৃতি দিয়েছে।
বিস্তারিত পড়ুন-Citizenship Certificate:বাংলাদেশের প্রাক্তন ডাককর্মী পেয়ে গেলেন ভারতীয় নাগরিকত্ব, নেপথ্যের গল্পটা কী জানেন?
- Sep 10, 2025 10:59 IST
Kolkata News Live Updates:গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর
চটজলদি আরামের যাত্রায় মেট্রোরেলের জুড়ি নেই! দিন যত এগোচ্ছে কলকাতা মেট্রোরেলের বিভিন্ন রুটে যাত্রীদের সংখ্যাও যেন ততই বেড়ে চলেছে। গত ৮.০৯.২০২৫ তারিখে মেট্রোরেলের সমস্ত করিডোর জুড়ে প্রায় ৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর
- Sep 10, 2025 10:21 IST
Kolkata News Live Updates: টাকার জন্য দেহ আটকাতে পারবে না হাসপাতাল
রোগী মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের হয়রানি ঠেকাতে এবার কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। এবার থেকে আর রোগীর মৃত্যুর পর তাঁর দেহ দীর্ঘ সময় ধরে আটকে রাখতে পারবে না হাসপাতাল। এই ব্যাপারে রীতিমতো সময় বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য কমিশন।
বিস্তারিত পড়ুন- WBCERC:রোগী-মৃত্যুর পর টাকার জন্য দেহ আটকাতে পারবে না হাসপাতাল, কড়া নির্দেশিকা স্বাস্থ্য কমিশনের
- Sep 10, 2025 10:20 IST
Kolkata News Live Updates: কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস
লাগাতার বৃষ্টির পর মাঝে দিন কয়েকের বিরতি নিয়েছে বর্ষা। এরই মধ্যে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, সর্বত্র প্রচণ্ড গরমে নাকাল পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বার্তা আবহাওয়া দপ্তরের।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Today: অস্বস্তিকর ভ্যাপসা গরমে কাহিল দক্ষিণবঙ্গ! স্বস্তি কবে? কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস