/indian-express-bangla/media/media_files/2025/09/10/kolkata-metro-2025-09-10-10-34-02.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metrorail: চটজলদি আরামের যাত্রায় মেট্রোরেলের জুড়ি নেই! দিন যত এগোচ্ছে কলকাতা মেট্রোরেলের বিভিন্ন রুটে যাত্রীদের সংখ্যাও যেন ততই বেড়ে চলেছে। গত ৮.০৯.২০২৫ তারিখে মেট্রোরেলের সমস্ত করিডোর জুড়ে প্রায় ৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।
ব্লু লাইনে প্রায় ৫.৭০ লক্ষ যাত্রী এবং গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল ২.০৯ লক্ষ। মেট্রো রেলওয়ের মসৃণ পরিষেবার কারণেই কলকাতায় আরও বেশি সংখ্যক যাত্রী মেট্রোতে যাচ্ছেন।
এদিকে, স্টেশনগুলির কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল কিউআর টিকিটের মতো ডিজিটাল টিকিটিং মোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই পরিষেবা অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুকিং করলে ৫% বোনাস/ছাড়ের সাথে আসে।
'আমার কলকাতা মেট্রো' অ্যাপটির ব্যাপারে মেট্রোরেলের স্টেশনগুলিতে লাগাতার প্রচার চলছে। গত তিন দিনে, মেট্রো রেলওয়ে এবং পূর্ব রেলওয়ে যৌথভাবে আয়োজিত একটি বিশেষ প্রচার অভিযানের মাধ্যমে মেট্রো রেলওয়ে মোট ৭০১৬টি নতুন স্মার্ট কার্ড ইস্যু করেছে। সংস্থার তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই সব তথ্য জানানো হয়েছে।