Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর

Metro Railway, Kolkata: কলকাতাজুড়ে মেট্রোরেলের বিস্তৃতি বেড়েই চলেছে। শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে এখন কলকাতায় যাতায়াতে আরও সুবিধা বেড়েছে।

Metro Railway, Kolkata: কলকাতাজুড়ে মেট্রোরেলের বিস্তৃতি বেড়েই চলেছে। শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে এখন কলকাতায় যাতায়াতে আরও সুবিধা বেড়েছে।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro 08 Sept 2025 ridership,8 lakh passengers Metro 8 September West Bengal,metro travelled around 8 lakh on 08.09.2025,Kolkata Metro,কলকাতা মেট্রো ৮ সেপ্টেম্বর ২০২৫ যাত্রী সংখ্যা,০৮.০৯.২০২৫-এ প্রায় ৮ লাখ যাত্রী মেট্রোয়,মেট্রো ৮ লাখ যাত্রী ৮ সেপ্টেম্বর

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metrorail: চটজলদি আরামের যাত্রায় মেট্রোরেলের জুড়ি নেই! দিন যত এগোচ্ছে কলকাতা মেট্রোরেলের বিভিন্ন রুটে যাত্রীদের সংখ্যাও যেন ততই বেড়ে চলেছে। গত ৮.০৯.২০২৫ তারিখে মেট্রোরেলের সমস্ত করিডোর জুড়ে প্রায় ৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।

Advertisment

ব্লু লাইনে প্রায় ৫.৭০ লক্ষ যাত্রী এবং গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল ২.০৯ লক্ষ। মেট্রো রেলওয়ের মসৃণ পরিষেবার কারণেই কলকাতায় আরও বেশি সংখ্যক যাত্রী মেট্রোতে যাচ্ছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: চন্দ্রিমাকে 'গুরুদায়িত্ব' সঁপলেন মমতা! নতুন পদে গিয়েই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা মন্ত্রীর

Advertisment

এদিকে, স্টেশনগুলির কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল কিউআর টিকিটের মতো ডিজিটাল টিকিটিং মোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই পরিষেবা অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুকিং করলে ৫% বোনাস/ছাড়ের সাথে আসে।

আরও পড়ুন- Kolkata weather Today: অস্বস্তিকর ভ্যাপসা গরমে কাহিল দক্ষিণবঙ্গ! স্বস্তি কবে? কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

'আমার কলকাতা মেট্রো' অ্যাপটির ব্যাপারে মেট্রোরেলের স্টেশনগুলিতে লাগাতার প্রচার চলছে। গত তিন দিনে, মেট্রো রেলওয়ে এবং পূর্ব রেলওয়ে যৌথভাবে আয়োজিত একটি বিশেষ প্রচার অভিযানের মাধ্যমে মেট্রো রেলওয়ে মোট ৭০১৬টি নতুন স্মার্ট কার্ড ইস্যু করেছে। সংস্থার তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই সব তথ্য জানানো হয়েছে।

Bengali News Today east-west metro kolkata metro