ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক! পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব

পাকিস্তানি এয়ারস্ট্রাইকে তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান শোক প্রকাশ করেছে। পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থেকে সরে এলো আফগানিস্তান, শোক প্রকাশ রশিদ খানেরও।

পাকিস্তানি এয়ারস্ট্রাইকে তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান শোক প্রকাশ করেছে। পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থেকে সরে এলো আফগানিস্তান, শোক প্রকাশ রশিদ খানেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
"Afghanistan air strike, Paktika attack Pakistan, Afghan cricketers killed, Afghanistan cricket board boycott, Pakistan air strike Paktika Afghanistan, Three Afghan cricketers killed in air strike, Afghanistan withdraws from cricket tri-series, Kabir Sibghatullah Haroon deaths"

পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার

পাকিস্তানি এয়ারস্ট্রাইকে তিন তরুণ  ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান শোক প্রকাশ করেছে। পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থেকে সরে এলো আফগানিস্তান, শোক প্রকাশ রশিদ খানেরও। 

Advertisment

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলছে লাগাতার সংঘর্ষ। এর মধ্যেই পাকসেনার বিমান হামলায় মৃত্যু হল তিন আফগান ক্রিকেটারের। জানা গিয়েছে নিহতদের নাম কবীর, সিবঘাতুল্লাহ ও হারুন। হামলায় মৃত্যু হয়েছে আরও ৫ সাধারণ নাগরিকের। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে শুক্রবার গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলেই খবর। 

পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে তিন তরুণ ক্রিকেটারকে হত্যা করেছে। এই ঘটনায় সমগ্র আফগান ক্রিকেট বিশ্ব শোকাহত। সকলেই এই হামলার নিন্দা জানিয়েছেন। মৃত্যুর বিষয়টি ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে এবং তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। এসিবি জানিয়েছে যে নিহত তিন ক্রিকেটার হলেন কবির, সিবঘাতুল্লাহ এবং হারুন। আরও বলা হয়েছে যে হামলায় আরও পাঁচ সাধারণ মানুষও নিহত হয়েছেন।

Advertisment

আরও পড়ুন- চলন্ত ট্রেনে হঠাৎ ভয়াবহ আগুন! তুমুল আতঙ্কে চিৎকার যাত্রীদের

বিমান হামলার পরিপ্রেক্ষিপ্তে ইতিমধ্যে, আফগানিস্তান বোর্ড একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। নিহত ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছে, "আজ সন্ধ্যায় পাকিস্তানের কাপুরুষোচিত হামলায় পাকতিকা প্রদেশের উরুজগান জেলার তিন ক্রিকেটারের শহীদ হওয়ার ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে।"

এই ঘটনায় আফগান ক্রিকেটাররাও শোক প্রকাশ করেছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান এই হামলার নিন্দা জানিয়েছেন এবং বোর্ডের ত্রিদেশীয় সিরিজ থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন,"পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে আমি শোকাহত। যারা বিশ্ব মঞ্চে  দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন, এক বিমান হামলা তাদের সেই স্বপ্নকে ধুয়ে মুছে সাফ করে দিল।"

আরও পড়ুন-কালীপুজোয় বাম্পার সার্ভিস মেট্রোয়! রাতেও ট্রেন, দক্ষিণেশ্বর ও কালীঘাটে যেতে দারুণ সুবিধা

আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইব এই হামলার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ লিখেছেন, "কাপুরুষোচিত হামলায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পাকিস্তানি সেনাবাহিনীর এই নির্মম আক্রমণ আমাদের জনগণের উপর, আমাদের স্বাধীনতার উপর আক্রমণ। তিনি এই হামলা আফগান চেতনাকে ভেঙে ফেলতে পারবে না।"

ক্রিকেটার মহম্মদ নবী তার ফেসবুকে লিখেছেন, "একটি প্রীতি ম্যাচের পর পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ক্রিকেটারদের মৃত্যুর খবর মর্মান্তিক। এটি কেবল পাকতিকার জন্য নয়, সমগ্র আফগান ক্রিকেট পরিবার এবং দেশের জন্য একটি দুঃখজনক সংবাদ। হামলায় নিহত ক্রিকেটারদের পরিবারের প্রতি আমার সমবেদনা।"

আরও পড়ুন- উল্টে পড়া পাথরেই উদ্ভাসিত দেবী! রহস্যে ভরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ইতিহাস

Air Strike Afganistan pakistan