/indian-express-bangla/media/media_files/2025/10/18/earthquake-on-dhanteras-tremors-in-assam-and-pakistan-no-casualties-2025-10-18-11-54-58.jpg)
প্রবল কম্পন- প্রতীকী ছবি
ধনতেরাসের ভোরে কেঁপে উঠল ভারত সহ একাধিক দেশ, প্রবল কম্পনে তুমুল আতঙ্ক, চরম চাঞ্চল্যে হুলস্থূল কান্ড।
আরও পড়ুন- ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক! পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব
ফের সাতসকালেই প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী। আজ শনিবার, ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে ওঠে অসম। ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। ভারতের পাশাপাশি এদিন পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। অসমে একবার এবং পাকিস্তানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই খবর। তবে কোথাও কোনও বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ধনতেরাসের ভোরে পৃথিবী ফের একবার কেঁপে উঠল। ভারত থেকে পাকিস্তান পর্যন্ত একাধিক কম্পন। শনিবার ভোরে অসমে ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। অসমে যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭, যেখানে পাকিস্তানে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। যদিও আজকের এই ভূমিকম্পে কোন হতাহতের কোনও খবর নেই। তবে ভূমিকম্পের জেরে ছড়িয়ে পড়েছে তুমুল আতঙ্ক।
আরও পড়ুন- চলন্ত ট্রেনে হঠাৎ ভয়াবহ আগুন! তুমুল আতঙ্কে চিৎকার যাত্রীদের
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, শনিবার সকালে অসমে ২.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৪.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.২০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাছাড় জেলায় মাটির ১০ কিলোমিটার গভীরে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে যে পাকিস্তানে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এনসিএস অনুসারে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। পাকিস্তানে ভোর ৫:০৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর আগে, ভোর ৩:১৫ মিনিটের দিকে ১০ কিলোমিটার গভীরে ৩.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলেই খবর। এভাবে দুই ঘন্টার মধ্যে পাকিস্তানে দুটি কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন- উল্টে পড়া পাথরেই উদ্ভাসিত দেবী! রহস্যে ভরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ইতিহাস
এর ঠিক একদিন আগে, বৃহস্পতিবার পশ্চিম নেপালের সুদুর পশ্চিম প্রদেশে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মতে, রাত ১:০৮ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল।