Dhanteras 2025: শুধু সোনা, রূপা, বাসনপত্র, ঝাড়ুই নয় এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা

Dhanteras 2025:শাস্ত্র অনুযায়ী, ধনতেরাসের শুভ সময়ে সোনা, রুপো বা ধাতব সামগ্রী কেনা তেরো গুণ সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। তাই এই দিনে লক্ষ্মী ও ধন্বন্তরীর আশীর্বাদ পাওয়ার আশায় দেশজুড়ে ভিড় জমে গয়নার দোকান ও বাজারে।

Dhanteras 2025:শাস্ত্র অনুযায়ী, ধনতেরাসের শুভ সময়ে সোনা, রুপো বা ধাতব সামগ্রী কেনা তেরো গুণ সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। তাই এই দিনে লক্ষ্মী ও ধন্বন্তরীর আশীর্বাদ পাওয়ার আশায় দেশজুড়ে ভিড় জমে গয়নার দোকান ও বাজারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhanteras 2025: এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা

এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা

Dhanteras 2025:শুধু সোনা, রূপা, বাসনপত্র এবং ঝাড়ুই নয় এই 'জিনিস'টি ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা। দ্বিগুণ সম্পদ-অর্থপ্রাপ্তির বিশাল সুযোগ।  

Advertisment

ধনতেরাস মানেই সোনা-রুপো কেনার শুভ দিন। এ বছর সোনা কেনার জন্য হাতে রয়েছে দীর্ঘ ১৮ ঘণ্টা ৬ মিনিট। শুভ লগ্ন শুরু হবে আজ, ১৮ অক্টোবর দুপুর ১২টা ১৮ মিনিটে এবং চলবে আগামীকাল ১৯ অক্টোবর ভোর ৬টা ২৪ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করলে তা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে।

আরও পড়ুন-ঠিক কোন সময়ে সোনা-রূপা কেনায় দ্বিগুণ সম্পদ-অর্থপ্রাপ্তি, বিরল এই মুহূর্ত সম্পর্কে জানুন

Advertisment

শাস্ত্র অনুযায়ী, ধনতেরাসের শুভ সময়ে সোনা, রুপো বা ধাতব সামগ্রী কেনা তেরো গুণ সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। তাই এই দিনে লক্ষ্মী ও ধন্বন্তরীর আশীর্বাদ পাওয়ার আশায় দেশজুড়ে ভিড় জমে গয়নার দোকান ও বাজারে।

এ বছর ধনতেরাসে সোনা ও রুপো কেনার জন্য বিশেষ তিনটি শুভ মুহূর্ত নির্ধারিত হয়েছে—

প্রথম মুহূর্ত: সকাল ৮টা ৫০ মিনিট থেকে ১০টা ৩৩ মিনিট পর্যন্ত

দ্বিতীয় মুহূর্ত: সকাল ১১টা ৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ২৮ মিনিট পর্যন্ত

তৃতীয় মুহূর্ত: সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত

আরও পড়ুন- ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা! সোনা-রূপার দরে বিরাট বদল, জানুন কলকাতায় আজ কতটা সস্তা হলুদ ধাতু?

ধনতেরাসে সোনা ছাড়া আর কী শুভ?

সোনা, রূপা বা গয়না, স্টিল বা পিতলের বাসনপত্র, নতুন ঝাড়ু (ঋণমুক্তির প্রতীক), কুবের প্রতিমা বা কুবেরের প্রতীক, নতুন প্রদীপ বা দীপাবলির সাজসজ্জা। এছাড়া অনেকে এই দিনে নতুন গাড়ি, ইলেকট্রনিক্স জিনিস বা বাড়ি বুকিং করেন।

কেনাকাটা না করে কীভাবে ধনতেরাস উদযাপন করা সম্ভব ? কিন্তু এখন প্রশ্ন উঠছে ধনতেরাসে কী কেনা উচিত। যদিও আমরা বছরের পর বছর ধরে এই উৎসব উদযাপন করে আসছি, তবুও অনেকেই এই উৎসবের কেনাকাটা নিয়ে বিভ্রান্ত। যদিও ধনতেরাসে আপনি আপনার ইচ্ছানুযায়ী যেকোনো শুভ জিনিস কিনতে পারেন, তবে কিছু জিনিস আছে যা অবশ্যই এই দিনে কেনা উচিত। 

আরও পড়ুন- শিয়ালকে ভোগ, সাধকের স্বপ্নাদেশ! দুর্লভা কালী মায়ের রহস্যে ভরা গল্প আজও চর্চায়

আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ধনতেরাসের দিনে কী কী জিনিস কিনলে দেবী লক্ষ্মীর আর্শীবাদ মিলবে? ধনতেরাসে যদি সোনা বা রূপার জিনিসপত্র কিনতে না পারেন, তাহলে চিন্তা করবেন না। বলা হয় যে এই দিনে ধনেপাতা কেনা সোনা ও রূপা কেনার মতোই ফল বয়ে আনে। ধনতেরাসে, আপনি যেকোনো ধাতুর তৈরি বাসনপত্র কিনতে পারেন, যেমন তামা, পিতল, বা রূপা। তবে, কাচ, অ্যালুমিনিয়াম বা লোহার বাসনপত্র এড়িয়ে চলুন। তাছাড়া, এই দিনে কমপক্ষে একটি পিতলের বাসনপত্র কেনার চেষ্টা করুন।

dhanteras