Primary TET Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে CBI, এমনই খবর সূত্রের। সূত্রের দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে চাকরির জন্য নাকি বেশ কিছু নামের সুপারিশ করেছিলেন বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের বেশ কিছু নাম সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ করেছিলেন বর্তমানে BJP-র ডাকসাইটে নেত্রী ভারতী ঘোষ ও। তালিকায় নাম রয়েছে শিউলি সাহা, মমতা বালা ঠাকুরদের মতো তৃণমূল নেত্রীদেরও।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় ফেলা তথ্য প্রকাশ্যে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন প্রাথমিকে চাকরির জন্য তাঁর কাছে গুচ্ছ-গুচ্ছ নামের সুপারিশ পাঠিয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতী ঘোষ, মমতা বালা ঠাকুরদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাথমিকে চাকরির জন্য পার্থের কাছে বেশ কিছু নামের সুপারিশ করেছিলেন।
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় তাঁর কাছে আসা নামের সেই তালিকা মানিক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিতেন। সেই সময় মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সূত্রের আরও দাবি, সেই সব নামের মধ্য থেকে বেশ কিছু নাম চিহ্নিত করে তাঁদের চাকরিরও বন্দোবস্ত করা হয়েছিল। এবার এমনই বিস্ফোরক কিছু নথি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
আরও পড়ুন- West Bengal News Live:কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ইএম বাইপাসের ধারে গ্যারাজে বিধ্বংসী আগুন
যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে সংবাদ মাধ্যমকে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এমন অভিযোগের কথা অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমকে বিজেপি নেত্রী ভারতী ঘোষও জানিয়েছেন, সিবিআই এমন নামের তালিকা পেয়ে থাকলে তাঁকে ডেকেই জিজ্ঞাসাবাদ করতে পারে।
আরও পড়ুন- ATM থেকে টাকা তুলতে গিয়ে সর্বশান্ত গ্রাহক, বিরাট জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা গায়েব