Digha jagannath dham: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরাট খবর, দর্শনার্থীদের জন্য বড় নির্দেশিকা জারি

Digha jagannath dham: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘার মুকুটে যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ৩০ শে এপ্রিল দিঘার জগন্নাথ ধামের দ্বার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পর থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম ঘটছে।

Digha jagannath dham: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘার মুকুটে যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ৩০ শে এপ্রিল দিঘার জগন্নাথ ধামের দ্বার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পর থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম ঘটছে।

author-image
Utsab Mondal
New Update
Digha Jagannath Dham mobile ban

দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরাট খবর, দর্শনার্থীদের জন্য বড় নির্দেশিকা জারি

Digha jagannath dham:  রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘার মুকুটে যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ৩০ শে এপ্রিল দিঘার জগন্নাথ ধামের দ্বার সাধারণ মানুষের  জন্য খুলে দেওয়ার পর থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। যারাই মন্দিরে প্রবেশ করছেন মোবাইলে মন্দিরের ছবি, গর্ভগৃহের ছবি এবং দেব দেবির ছবি তুলোর হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ছবি তোলায় গর্ভগৃহে অনেক্ক্ষণ আটকে পড়ায় পুজো দেওয়া এবং দেবি দেবির দর্শন করতে পারবে নেকটা সময় লেগে যাচ্ছে।

Advertisment

বজবজে সুকান্ত'র উপর 'হামলা' কাণ্ডে বড় বিপাকে রাজ্য, স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট তলবে সিলমোহর

সুষ্ঠু ও সুন্দরভাবে গর্ভগৃহের দেব দেবির দর্শন ও পুজো দেওয়ার সুবিধার্তে এবার থেকে গর্ভগৃহের ভেতর ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। রথে লক্ষাধিক মানুষ গর্ভগৃহে প্রবেশ করে দেব দেবির দর্শন করতে গিয়ে ছবি তুলে ভীড় সৃষ্টি করে তাই এবার থেকে আর গর্ভগৃহের মধ্যে ছবি তোলা যাবে না।

দিঘার জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম তথা কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস জানান, " প্রতিনিয়ত প্রভুর দর্শন করতে আসা মানুষজন মোবাইলে ছবি তোলার কারনে গর্ভগৃহে ভীড় দীর্ঘক্ষণ থাকায় পূজার্চনা করার ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে বিষয়টি জানাই তারাই ব্যবস্থা নিয়েছেন মন্দিরের গগর্ভগৃহে মোবাইল তোলা নিষিদ্ধ করা হয়েছে।"

Advertisment

শাসক নেতাদের বেফাঁস মন্তব্যের মাঝেই তৃণমূল পরিচালিত পুরসভায় অনাস্থা, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চূড়ান্ত শোরগোল

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান,"গর্ভগৃহের ভীড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সি, পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ অমান্য করে থাকে তাহলে ব্যবস্থা গ্রহন করা হবে।"

Digha Digha Jagannath Temple