Jagannath Temple: পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ দেবের মন্দির (Jagannath Temple)। দিঘায় নতুন এই ধর্মক্ষেত্রের উদ্বোধন আগামী অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে। তার আগে নবান্নে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের যাবতীয় বন্দোবস্ত নিয়ে সম্পূর্ণ একটি নির্দেশিকা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রী, সচিব ও দিঘার স্থানীয় প্রশাসনিক কর্তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে রাজকীয় বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। মন্দিরের উদ্বোধনের দিন ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সংগীত ও নৃত্য জগতের খ্যাতনামা শিল্পীরা সেই অনুষ্ঠানে অংশ নেবেন।
জানা গিয়েছে, দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অদিতি মুন্সি, জিৎ গঙ্গোপাধ্যায়রা যেমন থাকবেন তেমনই থাকবে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠানও। এছাড়াও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন হয়েছে মন্দির প্রাঙ্গণে।
আরও পড়ুন- West Bengal News Live: SSC দুর্নীতি নিয়ে সরকারকে তুলোধোনা, আজ ফের কলকাতা কাঁপানো আন্দোলনে বামেরা
সব মিলিয়ে আগামী অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে রীতিমতো স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ওই দিন ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে জয়রামবাটি-কামারপুকুরের মঠের সাধু-সন্ন্যাসীদেরও সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে আর বেশি দেরি নেই। তার আগেই সেখানে যাবতীয় ধর্মীয় রীতি-নীতি পালনের জন্য ইসকন (ISKCON) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! না হলে দুর্ভোগে পড়তে হতে পারে
মন্দিরের ধ্বজার জন্য পুরীর এক সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। জানা গিয়েছে, দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর ইসকনের হাতে যাবতীয় দায়িত্বভার তুলে দেওয়া হবে মন্দিরের। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। দিঘায় সেদিন বাড়তি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে।
আরও পড়ুন- Dilip Ghosh: 'বেছে বেছে হিন্দু এলাকায় আক্রমণ, উগ্রপন্থীদের রাস্তায় নামিয়েছেন মুখ্যমন্ত্রী', তুলোধনা দিলীপের