/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।
Kolkata Metro: আজ অর্থাৎ শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday)। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনগুলিতে কম সংখ্যক মেট্রো চালানো হয়। আজও অন্যান্য দিনের তুলনায় কম রেক চালাচ্ছে কলকাতা মেট্রোরেলওয়ে (Kolkata Metro) কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এই ব্যাপারে বিবৃতি জারি করে বিস্তারিত তথ্য জানানো হয়েছে মেট্রোরেলের তরফে।
BLUE LINE
১৮.০৪.২০২৫ (শুক্রবার) ব্লু লাইনে মেট্রো ২৬২টি দৈনিক পরিষেবার পরিবর্তে ২৩৬টি (১১৮টি ইউপি + ১১৮টি ডিএন) পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা :-
নোয়াপাড়া থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
সকাল ০৬:৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
সকাল ০৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
সকাল ০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
আরও পড়ুন- West Bengal News Live: SSC-এর চাকরিহারা 'যোগ্য'দের ভাগ্য ফিরতে পারে আজই? নজর সুপ্রিম কোর্টে
শেষ পরিষেবা :-
২১:৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
সকাল ০১:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
সকাল ০১:৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম (কোনও পরিবর্তন নেই)
ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে যথারীতি রাত ৯:৪০ টায় পাওয়া যাবে।
GREEN LINE-1
মেট্রো ৯০টি পরিষেবা (৪৫টি UP + ৪৫ DN) সকাল ৬:৫৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে চালাবে।
প্রথম পরিষেবা :-
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৬:৫৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত ০৭:০৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
শেষ পরিষেবা :-
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ২১:৩৫ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত ২১:৪০ মিনিটে (কোনও পরিবর্তন নেই)
আরও পড়ুন- Kolkata Weather Today:ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই! জেলায়-জেলায় ঝড়-জলের সম্ভাবনা আজও
শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ তারিখে কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।