Digha Jagannath Temple: দিঘায় (Digha) জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিনে। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। সৈকতনগরী জুড়ে উন্মাদনা তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহর রঙিন আলোয় সেজেছে। দিঘা রাঙানো আলো গিয়েছে সেই চন্দননগর থেকেই।
হুগলির চন্দননগরের রঙবাহারি আলোর মালায় সেজে উঠেছে সৈকত শহর দিঘা। দিঘার প্রবেশদ্বার থেকে জাহাজবাড়ি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে মোট ৮টি বোথ সাইড তোরণ তৈরি হয়েছে LED আলো দিয়ে। প্রভু জগন্নাথ, বলরাম, ও সুভদ্রাকে সেখানে নিপুণভাবে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শঙ্খ, চক্র, পদ্ম সব কিছুই আলোয় আলোকিত। এই সমস্ত কাজটাই করছেন চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাস। গত ১৭ এপ্রিল তিনি তাঁর কর্মচারীদের সঙ্গে নিয়ে দিঘায় পৌঁছে গিয়েছিলেন। সেই থেকে চলছে টানা কাজ।
রবিবার তিনি আরও কিছু সরঞ্জাম নিতে চন্দননগর এলেও আবার গভীর রাতেই দিঘার উদ্দেশে রওনা দেন। চন্দননগের প্রখ্যাত আলোকশিল্পী জয়ন্ত দাস জানান, প্রায় মাস খানেক ধরে চন্দননগর লাইট হাবে এই কাজের তোড়জোড় চলেছে। প্রায় ৬০/৭০ জন শ্রমিক দিনরাত পরিশ্রম করে এই কাজে সহযোগিতা করেছেন।
আরও পড়ুন- Kolkata News Live: 'বাংলার পুলিশ পাকিস্তানের দালাল', মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সোচ্চার অর্জুন সিং
শুধু আলোর তোরণই নয়, ১৫০ টি জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার অনুকরণে আলোর বোর্ড লাগানো হয়েছে দিঘার সমুদ্র সৈকত জুড়ে। এছাড়াও লাইট পোস্টে চৈতন্যদেবকে ফুটিয়ে তোলা হয়েছে আলোর মাধ্যমে। বলা যেতে পারে চন্দননগর আলোর যে খ্যাতি তা এবার দিঘাতেও ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন- Kolkata Metro: কাজ দেখে সন্তুষ্ট CRS, কলকাতার এই পথে মেট্রোর দৌড় সময়ের অপেক্ষা!
আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। তার আগে আজ সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পৌঁছোচ্ছেন। বুধবার মন্দিরের উদ্বোধনের আগে আগামিকাল বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী। দিঘা জুড়ে এখন সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সোমবারই দিঘা পৌঁছোতে শুরু করবেন। গোটা সমুদ্র নগরী জুড়ে কঠিন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।