/indian-express-bangla/media/member_avatars/2024/12/31/2024-12-31t044624928z-img-20241202-wa00852.jpg )
/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের মেট্রো। রবিবার কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইনের ওই অংশের কাজ দেখতে গিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংঘল।
মেট্রোর লাইন থেকে শুরু করে চলাচলের ব্যবস্থা, আপৎকালীন ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা এছাড়াও একাধিক বিষয় তিনি খুঁটিয়ে দেখেছেন। তাঁর সঙ্গেই পরিদর্শনে ছিলেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল-সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। যাত্রী পরিষেবার জন্য মেট্রো রেলের এই অংশ পুরোপুরি তৈরি রয়েছে বলে মনে করছেন তাঁরা।
গতকাল এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো রেল চলাচলের সমস্ত রকম ব্যবস্থা যেমন ট্র্যাক, টানেল, টানেল ভেন্টিলেশন সহ গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে এই পথে মেট্রোরেল চলাচলের জন্য ছাড়পত্র দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
আরও পড়ুন- Kolkata News Live: প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ হাইকোর্টে
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো চলাচলের পর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে। সিআরএসের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর, সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ ১৬.৫৫ কিলোমিটার গ্রিন লাইন চালু করার পরিকল্পনা করা হবে।
শহর কলকাতার লাইফলাইন মেট্রো। একটি বড় অংশের যাত্রীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল মেট্রোরেল। সময়ের সঙ্গে সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছেছে মেট্রোরেল। এবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি মেট্রোরেল চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা এক ধাক্কায় আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংস্থার কর্তারা। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রোরেলের যাত্রা শুরু হলেও যাত্রী সংখ্যা আরও বাড়বে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের চাহিদা মেটাতে দিনে দিনে আরও বিস্তৃত হচ্ছে কলকাতা মেট্রোরেল।