Janmashtami 2025:দিঘার জগন্নাথ মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী, ভক্তদের উপচে পড়া ভিড়, ভক্তিধ্বনিতে মুখরিত প্রাঙ্গণ

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ দেবের মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী উৎসব পালন। বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে মন্দিরে পুন্যার্থীদের উপচা পড়া ভিড়।

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ দেবের মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী উৎসব পালন। বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে মন্দিরে পুন্যার্থীদের উপচা পড়া ভিড়।

author-image
Debanjana Maity
New Update
Digha Jagannath Temple first Janmashtami,  Maiden Janmashtami Digha temple crowd  ,Devotees flock Digha temple birth anniversary,  Digha Jagannath Temple Janmashtami celebration,  Janmashtami rituals at Digha Jagannath Temple  ,First-time Janmashtami in Digha  ,Temple courtyard filled with devotees Digha  ,Digha festival atmosphere Janmashtami  ,West Bengal Jagannath Temple Janmashtami , Devotional zeal Digha temple Janmashtami,দিঘা জগন্নাথ মন্দির প্রথম জন্মাষ্টমী  ,দিঘায় জন্মাষ্টমী উৎসব ভিড়  ,ভক্তিধ্বনি দিঘা মন্দির প্রাঙ্গণ,  দিঘা জন্মাষ্টমী উদযাপন,  প্রথমবার জন্মাষ্টমী দিঘায়  ,দিঘা মন্দিরে পুণ্যার্থী ভিড়  ,জন্মাষ্টমীতে মন্দির ভক্তিপূর্ণ পরিবেশ  ,দিঘা শিশু জন্মাষ্টমী  ,ভক্তঅনুরাগ দিঘা মন্দির  ,পশ্চিমবঙ্গ দিঘা জন্মাষ্টমী

Digha Jagannath Temple first Janmashtami: দিঘার জগন্নাথ মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী পালন।

Digha Jagannath Temple first Janmashtami:আজ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশজুড়ে নানা আয়োজন হলেও দিঘা এবার পেয়েছে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ। এ বছর দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হচ্ছে জন্মাষ্টমী, তাই সকাল থেকেই মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের সমাগমে।

Advertisment

দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের দর্শন ও আশীর্বাদ নিতে রীতিমতো উদগ্রীব। মন্দিরের প্রতিটি কোণে শোনা যাচ্ছে কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতের সুর। এই বিশেষ মুহূর্তে মন্দিরের বাতাসে মিশেছে ভক্তির সুগন্ধ, উৎসবের চমকে সমুদ্র শহর দিঘায় দেখা দিয়েছে এক অনন্য আবহ।

শনিবার সকাল ছ’টা থেকেই শুরু হয়েছে জন্মাষ্টমীর নানা আয়োজন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাধারণত প্রতিদিন রাত ন’টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু জন্মাষ্টমীর বিশেষ দিনে আজ মন্দির রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে ভক্তদের জন্য।

Advertisment

দিনভর ভক্তরা অংশ নিচ্ছেন নানা আচার-অনুষ্ঠানে। কীর্তন, আরতি, নৃত্য ও ভগবানের নামে ভোগ বিতরণে মুখরিত হয়ে উঠেছে দিঘার জগন্নাথ মন্দির। ভক্তদের ভিড় সামলাতে এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে পুলিশের টহলদারি, নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী।

আরও পড়ুন- Janmashtami 2025:বর্ধমান থেকে কলকাতা, শ্রীকৃষ্ণের পুণ্যজন্মতিথি জন্মাষ্টমীতে বাংলায় উৎসবের মেজাজ!

সন্ধ্যা নামতেই রঙিন আলোয় সাজবে পুরো মন্দির চত্বর। ভক্তদের মতে, সমুদ্র শহর দিঘায় এই প্রথমবারের মতো এমন ভক্তিময় পরিবেশে জন্মাষ্টমী পালন এক অন্য রকম অভিজ্ঞতা। পর্যটকরাও আজ সমানভাবে মন্দির মুখী হয়েছেন এই বিরল আয়োজনের সাক্ষী থাকতে।

আরও পড়ুন- Offbeat destination:সবুজে সাজানো গ্রাম যেন ক্যালেন্ডারে টাঙানো ছবি, নদী-ঝর্ণার অপরূপ মেলবন্ধন উত্তরবঙ্গের এপ্রান্তে!

দিঘার জগন্নাথ মন্দিরের ইতিহাসে আজকের দিনটি নিঃসন্দেহে বিশেষ। প্রথম জন্মাষ্টমীর এই মহা-আয়োজন ভক্তদের মনে গেঁথে থাকবে দীর্ঘদিন। ভক্তির সুর, ভোগের সুগন্ধ, আলোয় ঝলমল করা মন্দির চত্বর আর নিরাপদ পরিবেশ, সব মিলিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন হয়ে উঠেছে অবিস্মরণীয় এক অধ্যায়।

Digha Digha Jagannath Temple Janmashtami