Offbeat destination:সবুজে সাজানো গ্রাম যেন ক্যালেন্ডারে টাঙানো ছবি, নদী-ঝর্ণার অপরূপ মেলবন্ধন উত্তরবঙ্গের এপ্রান্তে!

North Bengal Tourism: উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে একের পর এক তাকলাগানো সব প্রান্ত। অফবিট এই এলাকাও তাদেরই একটি।

North Bengal Tourism: উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে একের পর এক তাকলাগানো সব প্রান্ত। অফবিট এই এলাকাও তাদেরই একটি।

author-image
Nilotpal Sil
New Update
Tabakoshi village North Bengal,  Offbeat destination Darjeeling Tabakoshi , Tabakoshi tea village Mirik  ,Tabakoshi Rangbhang river valley  ,Hidden gem North Bengal tourism  ,Tea garden getaway Darjeeling  ,Tabakoshi homestay offbeat tourism  ,Tranquil village near Mirik West Bengal  ,Copper river Tabakoshi,  Nature retreat in Darjeeling,তাবাকোশী গ্রাম উত্তরবঙ্গ  ,দার্জিলিং অফবিট ডেস্টিনেশন তাবাকোশী , তাবাকোশী চা গ্রাম মিরিক  ,রংভাং নদী তাবাকোশী,  প্রকৃতিপ্রেমীদের তাবাকোশী,  শান্তিপূর্ণ গ্রাম তাবাকোশী  ,মিরিক নিকটে তাবাকোশী,  তাম্বাকোশি নদী তাবাকোশী নাম  ,তাবাকোশী হোমস্টে অফবিট  ,নির্জন ভ্রমণ তাবাকোশী

Offbeat destination Darjeeling : দিন কয়েক হাতে নিয়ে ঢুঁ মারুন অপরূপ এই এলাকায়।

North Bengal:রোজকার জীবনের ব্যস্ততা থেকে দিন কয়েকের আরাম সবাই খোঁজেন! বিশেষ করে বাঙালিদের আবার বেড়াতে যাওয়ার জন্য অন্য রকমের কোনও বাহানার প্রয়োজন পড়ে না। তবে ইদানিং অনেকেই ভিড়ভাট্টা এড়িয়ে একটু নিরিবিলিতে বেড়াতে পছন্দ করেন।

Advertisment

ভ্রমণপিপাসুদের সেই অংশটির জন্যই এই প্রতিবেদন দারুণ মনোগ্রাহী হতে পারে। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের অপরূপ একটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ মিলবে। দার্জিলিঙের মিরিকের পাহাড় ঢালের ছোট্ট গ্রামে আছে প্রাণের স্বস্তি, মনের আরাম।

দিন কয়েক হাতে নিয়ে বেরিয়ে আসুন মিরিকের চা বাগান ঘেরা ছোট্ট সাজানো গ্রাম তাবাকোশি থেকে। সবুজে সাজানো এই গ্রামের ঠিক সামনে দিয়ে বয়ে গেছে ছোট্ট পাহাড়ি নদী। নদীটির নাম রাম্মামখোলা। এই নদী পাড়েরই তাবাকোশি গ্রামের অপরূপ অসাধারণ সৌন্দর্য্য ভাষায় বর্ণনা করা কঠিন। সত্যিই এই গ্রাম যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়েছে। ঠিক যেন ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এখানকার প্রাকৃতিক শোভা।

Advertisment

হাতেগোনা কয়েকটি পরিবারের বাস এই ছোট্ট তাবাকোশি গ্রামে। তবে এই তামাকোশি গ্রামের নামকরণের পিছনে একটা ইতিহাস রয়েছে। অনেকে বলেন এখানকার চা বাগানের ভেতর দিয়ে পাহাড়ি নদী রাম্মামখোলা বয়ে গিয়েছে। এই রাম্মামখোলার নেপালি নাম তাম্বাকোশি। নেপালি ভাষায় কোশি বলতে নদীকে বোঝায়। এলাকার মানুষের ধারণা এই থেকেই এই গ্রামটির নাম হয়েছে তাবাকোশি।

আরও পড়ুন- Janmashtami 2025:বর্ধমান থেকে কলকাতা, শ্রীকৃষ্ণের পুণ্যজন্মতিথি জন্মাষ্টমীতে বাংলায় উৎসবের মেজাজ!

অপরূপ এই তাবাকোশি গ্রামের বিভিন্ন দিকে রয়েছে কমলালেবুর বাগান, এলাচের বাগান, আদার বাগান। গ্রামেই সুদৃশ্য ঝর্ণা গোটা এলাকার পরিবেশকে একেবারে রঙিন করে তুলেছে। সবুজে সাজানো এই প্রান্ত এক কথায় অসাধারণ। চাইলে তাবাকোশি থেকেই কাছেই গোপাল ধারা চা বাগান, মিরিক লেক, মিরিক মনেস্ট্রি, জোরপোখরি, লেপচাজগৎ ঘুরে আসতে পারেন। 

তাবাকোশিতে যাবেন কীভাবে?

কলকাতার দিক থেকে ট্রেনে গেলে আপনাকে NJP কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়তে হবে। তারপর সেখান থেকে গাড়িতে আপনাকে পৌঁছে যেতে হবে তাবাকোশিতে। 

আরও পড়ুন-Donald Trump: পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফের বোমা ফাটালেন ট্রাম্প! কেন উঠে এল ভারতের নাম?

তাবাকোশিতে থাকবেন কোথায়?

থাকার জন্য এখানে বেশ কয়েকটি হোম স্টে তৈরি হয়েছে। এলাকার মানুষজনই সেই সব হোম স্টেগুলো পরিচালনা করে থাকেন। থাকা-খাওয়া হিসেবে এই হোম স্টে গুলিতে ভাড়া নেওয়া হয়।। মাথাপিছু ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে প্রতিদিনের থাকা-খাওয়ার খরচ।

তাবাকোশির কয়েকটি হোম স্টের নাম এবং ফোন নম্বর নিচে দেওয়া হল...

Tea Village nHomestay- 9434131737

Yakthumba Tabakoshi offbeat homestay- 070016 77952

Tabakoshi Riverside Dwelling Homestay offbeat Darjeeling- 062971 46430

north bengal north bengal tourism Offbeat Darjeeling