Digha Jagannath Temple: উদ্বোধনের আগেই চরম বিপত্তি! দমকা হাওয়ায় দিঘায় ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের লাইটের গেট। শনিবার রাতে আচমকা ভেঙে পড়ে লাইটসহ গোটা কাঠামোটি। জানা গেছে, গতকাল রাত দশটা নাগাদ আচমকা ওল্ড দিঘার নেহেরু মার্কেটের সামনে ভেঙে পড়ে লাইটের গেট। ওই সময় রাস্তার উপর দিয়ে যাচ্ছিল দুটি টোটো। দমকা হাওয়ায় টোটোর উপরে ভেঙে পড়ে কাঠামোটি। যদিও এই ঘটনায় কোন হতাহতের কোনো খবর নেই। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে রাস্তায় কাঠামো সরানোর কাজে হাত লাগানো হয়।
দীঘায় এখন সাজো সাজো রব। হাতে গোণা আর মাত্র কয়কটা দিন। পুরী জগন্নাথ ধামের আদলে দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। নবনির্মিত জগন্নাথ মন্দির আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে হবে দ্বারোদ্ঘাটন। উপস্থিত থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি।
দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে, অর্থাৎ ২৯ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মহাযজ্ঞ। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ এপ্রিল। এর পরে, সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। দিঘায় ২২ একর জমির উপর বিস্তৃত এই প্রকল্পটি ২০২২ সালে শুরু হয়। মন্দির নির্মাণের আনুমানিক খরচ প্রায় ২৫০ কোটি টাকা।