Digha Jagannath Temple: আগামিকাল পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার আগে সৌজন্যের পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিতদের তালিকায় কারা কারা আছেন জানেন?
জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিরোধী দলের কোন কোন নেতাদের আমন্ত্রণ জানালেন মমতা?
তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'য় প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে সিপিএমের প্রবীণ নেতা রবীন দেব, রাজ্য BJP সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক বিরোধী দলের নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক দলের নেতাদেরই নয়, দিঘার মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক সংগঠনের নেতৃত্বকেও।
বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। সোমবারই দিঘা পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবনির্মিত প্রভু জগন্নাথের মন্দিরে মঙ্গল পুজোয় যোগ দিলেন মুখ্যমন্ত্রী। মন্দিরের দ্বারোদঘাটনের ঠিক আগের দিন বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন- Kolkata News Live Update: উড়ল ধ্বজা, দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পুণ্যাহুতি মমতার
মন্দির প্রাঙ্গণে সেই মহাযজ্ঞে মঙ্গলবার পুণ্যাহুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরীর মন্দিরের মতোই দিঘার জগন্নাথ দেবের মন্দিরেও উড়েছে ধ্বজা। আগামিকাল মন্দিরের শুভ উদ্বোধন। তারপর থেকে পুরীর মতোই প্রতিদিন এই মন্দিরে ধ্বজা উঠবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Calcutta HighCourt: 'জেলে পাঠাব', ফের হাইকোর্টের তোপের মুখে SSC চেয়ারম্যান
তবে দিঘায় রাজ্যের উদ্যোগে তৈরি জগন্নাথ মন্দির নিয়ে আজ ফের একবার সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আবারও প্রাক্তন সাংসদের নিশানায় তৃণমূল। দিলীপ ঘোষ এদিন রাজ্যের শাসকদলকে তোপ দেগে বলেছেন, ""সবই ভোটের রাজনীতি। আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন, কার মনে কী আছে! তাঁকে বোকা বানানো যাবে না। আমরাতো চাই ওরা (তৃণমূল) ধর্মের কথা বলুক। এত অধর্ম করছে, দুর্নীত করছে। এটা হচ্ছে তাই, ভগবানকে ঘুষ দিয়ে প্রায়শ্চিত্ত করার জন্য। ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে মানেই যে সব পাপ ধুয়ে গেল..এমনটা হবে না। এই পাপ ধোবে না এত সহজে।"