/indian-express-bangla/media/media_files/2025/08/03/digha-tourist-guide-book-launch-2025-2025-08-03-16-16-44.jpg)
বিরাট দুর্নীতির পর্দা ফাঁস
Cyber Crime: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই সঙ্গে যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ফলে বর্তমান সময় দিঘায় পর্যটকদের সংখ্যা বেড়েছে কয়েকগুন। বেশিভাগ যাত্রী ট্রেন পথকেই অবলম্বন করছেন। চাহিদা বাড়ছে রেলের টিকিটের। অনলাইনে এবার প্রতারণার বিরাট পর্দা ফাঁস। অভিযান চালিয়ে রেল পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা।
দীঘায় টিকিট বুকিং-এর চাপ বাড়ছে। আর তাতেই অনলাইনে টিকিট বুকিং এর একটি অসাধুচক্র গড়ে উঠেছে। দিঘা আরপিএফ থানা এলাকার মধ্যে অনলাইনে অবৈধভাবে টিকিট বুকিং নজরে এসেছে দীঘা আরপিএফ থানার। শুরু হয়েছে অভিযান।দীঘা আরপিএফ থানা অভিযান চালিয়ে অবৈধ টিকিটিং কার্যকলাপে জড়িত এক অভিযুক্তের কাছ থেকে ২৫,৬৪৫ টাকার রেলওয়ের ই-টিকিট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তিকে দীঘা আরপিএফ পোস্ট পার্শ্ববর্তী জেলা মেদিনীপুরের মোহনপুর থানার অন্তর্গত আড়ানিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম দীপক শিট, বয়স ৩৬।
বাংলার বুকে ধুঁয়াধার অভিযানে দুরন্ত গ্রেফতারি! 'ছদ্মনামে'ও রেহাই মিলল না বাংলাদেশির
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৭২ টাকা মূল্যের ২টি কারেন্ট টিকিট এবং ২১ হাজার ৬৭৪ টাকা মূল্যের ১০টি ব্যবহৃত টিকিট, এছাড়া একটি স্মার্টফোন। ধৃত ব্যাক্তির বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪৩ ধারায় মামলা দায়ের করেছে দিঘা আরপিএফ থানা। এ বিষয়ে দিঘা আরপিএফ থানার আধিকারিক বলেন, 'অনলাইনে জাল টিকিট চক্রের কারবার চলছে দিঘা আরপিএফ পোস্ট এর আওতাধীন এলাকায়। অনলাইনে জাল টিকিট কারবারে জড়িত থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ অনলাইন টিকিট এবং একটি মোবাইল।'
আজ সন্ধ্যার মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ, তালিকায় কত জনের নাম?
প্রসঙ্গত দীঘা রেল স্টেশনে পর্যটকের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর চাপ বাড়ছে। তারই সুযোগ নিচ্ছে অনলাইনে অবৈধ সরকার টিকিট চক্রের। আর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিঘা আরপিএফ থানা। এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক।