/indian-express-bangla/media/media_files/2025/09/08/bjp-2025-09-08-11-23-30.jpg)
BJP Celebration: গেরুয়া আবির খেলে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
সমবায় ভোটে নন্দীগ্রামে বিরাট সাফল্য BJP-র। বিধানসভা ভোট যতই এগোচ্ছে শুভেন্দুর গড়ে ততই যেন চাঙ্গা হচ্ছে গেরুয়াদল। ফের নন্দীগ্রামের সমবায় ভোটে বিপুল ব্যবধানে জয়ী হল বিজেপি।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বলে মঙ্গলচক-নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেই শাসকদল তৃণমূলকে বিরাট ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। ৪২ আসনের ওই সমবায়ে বিজেপি একাই জয়ী হয়েছে ৩৫টি আসনে। মাত্র ৭টি আসনে জয় পেয়েছে তৃণমূল।
আরও পড়ুন- Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনেই বিরাট বিপত্তি মেট্রোয়, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের!
গতকাল সমবায় ভোটের এই ফল প্রকাশ্যে আসার পরেই এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবির খেলে জয় সেলিব্রেশন করেন বিজেপি কর্মীরা, চলে মিষ্টিমুখ। এলাকায় বিজয় মিছিল করেছেন গেরুয়া দলের কর্মীরা।
আরও পড়ুন-West Bengal live news Live Updates:কলকাতা সহ জেলায়-জেলায় বালি পাচারের সিন্ডিকেট? আশঙ্কায় একসঙ্গে ২২ জায়গায় ED-র হানা
এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির বিধায়ক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে পরপর বেশ কয়েকটি সমবায় ভোটে নন্দীগ্রামে জয়ী হচ্ছে বিজেপি। স্বাভাবিকভাবে এই সমীকরণ পূর্ব মেদিনীপুরের এই তল্লাটে গেরুয়া শিবিরের মুখের হাসি যে আরও চওড়া করেছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- Kolkata weather update:পুজোর মুখে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট! আবহাওয়ায় বড় বদল কবে থেকে?