/indian-express-bangla/media/media_files/2025/06/08/qOWoIOg5QM3mgJ8z8w3B.jpg)
ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা, বিরাট সাফল্য কলকাতা পুলিশের
Digital Arrest: ডিজিটাল প্রতারণার শিকার এবার কলকাতা মেডিকেলের অবসরপ্রাপ্ত চিকিৎসক। মুম্বই পুলিশের নাম করে বিরাট হুমকি। তাতেই ভয় পেয়ে ঘন্টার পর 'ডিজিট্যাল অ্যারেস্ট' ৬০ উর্ধ্ব ওই চিকিৎসক। প্রতারকরা ওই চিকিৎসকের কাছ থেকে প্রায় ১ কোটিরও বেশি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। অবশেষে কলকাতা পুলিশের তৎপরতায় ফিরে পান খোয়ানো ৩০ লক্ষ টাকা। যার জন্য কলকাতা পুলিশকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন ওই চিকিৎসক।
মহাকাশে পা রাখতে চলেছে ভারত, রাকেশ শর্মার পর ইতিহাস গড়তে চলেছেন শুভাংশু শুক্লা, গর্বে বুক ভরে যাবে
কীভাবে ঘটল প্রতারণার ঘটনা? একটি সংক্ষিপ্ত ভিডিওতে ওই চিকিৎসক তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, '২০২৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। ২০২৪ এ হঠাৎ করেই একটি ফোন পান। সেখানে তাকে বলা হয় সাদা পোশাকের পুলিশ তাঁর উপর নজর রাখছেন। একাধিক বেনামি অ্যাকাউন্ট রয়েছে তাঁর নামে বলেও পুলিশ পরিচয়ে প্রতারকরা তাকে হুমকি দেন। 'ভয়ে জুজু' হয়ে যান ওই চিকিৎসক। প্রতারণার ফাঁদে পড়ে হারান কোটি টাকার বেশি। এরপরই হুঁশ ফেরে ওই চিকিৎসকের। প্রতারণার কবলে পড়েছেন বুঝতে পেরে কলকাতা পুলিশে অভিযোগ জানান তিনি। অবশেষে এই মামলায় বিরাট সাফল্য পেল কলকাতা পুলিশ।
Detective Department has recovered ₹30 lakh out of ₹1 crore lost in a digital arrest fraud and returned it to the victim.
— Kolkata Police (@KolkataPolice) June 5, 2025
In a short video, the victim shares his harrowing experience—exposing how the fraud unfolded and underscoring the need for cyber vigilance.
6 accused have… pic.twitter.com/TPCeP8BL0l
ডিজিটাল প্রতারণার শিকার ওই চিকিৎসককে হারানো অর্থের একটি বড় অংশ ফিরিয়ে দিল ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD)। পুলিশের তৎপরতায় ৩০ লক্ষ টাকারও বেশি উদ্ধার করে তা ইতিমধ্যেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত এখনও চলছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে নাগরিকদের সচেতনতা ও সময়মতো রিপোর্ট করাই সবচেয়ে বড় হাতিয়ার বলে উল্লেখ কলকাতা পুলিশের।