Dilip Ghosh 21 July TMC speculation:আবারও চর্চায় দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরেই তাঁর তৃণমূল যোগের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। এ ব্যাপারে জল্পনা খানিকটা দিলীপ ঘোষ নিজেই বাড়িয়েছেন। সোমবার ফের একবার ওই একই বিষয় নিয়ে মুখ খুললেন ডাকাবুকো BJP নেতা। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখা যাবে? রাখঢাক না রেখেই সোজাসাপ্টা উত্তর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির।
সোমবার নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকরা তাঁকে তাঁর তৃণমূল যোগ-জল্পনা নিয়ে প্রশ্ন করেন। ধর্মতলায় ২১ জুলাইয়ের সভামঞ্চে তাঁকে দেখা যাবে কিনা সে প্রশ্নও উঠে আসে।
তবে দিলীপ ঘোষ সাংবাদিকদের এদিন বলেন, "কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কি হয়। মানুষ কী জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জল ও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে। ২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য মেডিকেল কাউন্সিলের, বড় স্বস্তিতে সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন
এরই পাশাপাশি এদিন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বেনজির আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, "ঘর কা কুত্তা শের হোতা হ্যায়। আউর আপনে ঘর মে কুত্তা ভি শের হোতা হ্যায়। কোচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টোটা যদি হয়। জামাকাপড় ছিঁড়ে দিল। কলকাতায় যদি হয়, কী করতে পারবে ও? ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতার আস্ফালনকারীদের লোকে ভুলে যায়। এরকম অনেক শের বাংলায় ছিল। তাদের লোকে ভুলে গেছে। তারা বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞাসা করে না।"
আরও পড়ুুন- Adhir Chowdhury: 'মুখ্যমন্ত্রী ঝোলেও আছেন, অম্বলেও আছেন', বেনজির কটাক্ষ অধীরের