Dilip-Mamata:'উনি খুব টেনশনে আছেন', মমতাকে নিয়ে হঠাৎ কেন একথা দিলীপের মুখে?

Dilip attacks Mamata: ফের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Dilip attacks Mamata: ফের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh attacks Mamata Banerjee on SSC Recruitment Case Verdict

Dilip Ghosh-Mamata Banerjee: দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো ভাষায় আক্রমণ BJP নেতা দিলীপ ঘোষের। গতকাল রাজ্য বিধানসভার ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

Advertisment

গতকাল বিধানসভার ঘটনা প্রসঙ্গে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ এদিন বলেন, "
ভোট যত এগোচ্ছে ততই মুখ্যমন্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যত দুর্নীতি সামনে আসছে নেতারা জেলে যাচ্ছেন, উনি খুব টেনশেন আছেন। কী বলতে কী বলছেন তার ঠিক নেই। বিরোধী পক্ষ তো প্রতিবাদ করবেই। বিরোধীদের সাসপেন্ড করছেন, কতদিন আপনি সাসপেন্ড করে রাখবেন? বিধানসভাটা আছে কীসের জন্য? সেখানে বিরোধিরা আওয়াজ তুলবেন বলে, সেটাই উনি সহ্য করতে রাজি নন।"

নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ। কিছুদিন ধরেই জেলার নেতাদের সঙ্গে নিয়ম করে বৈঠকে বসছেন অভিষেক। এই প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, "সংগঠন আছে? নাকি গুণ্ডা-মস্তান পুলিশ দিয়ে ভোট করাতে হবে? সেটাই উনি বুঝে নিচ্ছেন। মাঝখান দিয়ে SIR আসছে। এসব নিয়ে মাথায় চিন্তা আছে।"

Advertisment

আরও পড়ুন- BJP MLA: বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার! রাতেই BJP-র অত্যন্ত জনপ্রিয় বিধায়কের ব্রেন স্ট্রোক, ভর্তি হাসপাতালে

ফের একবার SIR নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে SIR করার চেষ্টা হচ্ছে। তারই প্রস্তুতি চলছে। সেটা হওয়া উচিত। এই সরকার সহযোগিতা না করলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা উচিত।"

আরও পড়ুন-West Bengal News Live Updates: আরজি কাণ্ডে এবার পুলিশ কমিশনারকেই হাজিরার নোটিস! তোলপাড় ফেলা ঘটনায় উত্তাল বাংলা

অন্যদিকে, আজই দেশজুড়ে মুক্তি পেয়েছে The Bengal Files। তবে পশ্চিমবঙ্গে এই ছবি আজ রিলিজ করেনি। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "বেঙ্গল ফাইলস সিনেমা নিয়ে চর্চা হচ্ছে। মানুষকে তো আটকানো যাবে না। যত বাধা দেবে তত প্রচার বাড়বে।"

dilip ghosh CM Mamata banerjee Bengali News Today