BJP MLA: বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার! রাতেই BJP-র অত্যন্ত জনপ্রিয় বিধায়কের ব্রেন স্ট্রোক, ভর্তি হাসপাতালে

BJP Mla hospitalized: বিজেপির অত্যন্ত জনপ্রিয় বিধায়কের ব্রেন স্ট্রোক। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

BJP Mla hospitalized: বিজেপির অত্যন্ত জনপ্রিয় বিধায়কের ব্রেন স্ট্রোক। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Haryana and J & K Election Result Live Updates

প্রতীকী ছবি।

BJP-র অত্যন্ত জনপ্রিয় বিধায়ক অগ্নিমিত্রা পালের মাইন্ড ব্রেন স্ট্রোক হয়েছে। কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ওই বেসরকারি হাসপাতালে।

Advertisment

গতকাল বিধানসভায় শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে তুমুল হইহট্টগোল হয়। তুমুল বাগবিতণ্ডার জেরে শেষমেষ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হওয়া বিধায়কদের মধ্যেই ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। গতকাল রাতে বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করলে দেখা যায় মাইন্ড ব্রেন স্ট্রোক হয়েছে অগ্নিমিত্রার। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্ট্রোক হলেও তাঁর অবস্থা গুরুতর নয়।

Advertisment

আরও পড়ুন- Teachers’ Day: শিক্ষক দিবসে অভূতপূর্ব শ্রদ্ধার্ঘ্য! নিজের ছাত্র-জীবনের মাস্টারমশাইদের বাড়ি গিয়ে সম্মান জানালেন 'মন্ত্রীমশাই'!

ওষুধের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ওই হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, স্নায়ুর উপর অত্যধিক চাপ পড়ার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। আপাতত অগ্নিমিত্রা পালকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়েছে।

আরও পড়ুন- Mahua Moitra: মহুয়ায় চটে লাল মতুয়ারা! এবার পথে সংগঠনের লিগাল সেল, থানায় অভিযোগ

হাসপাতাল সূত্রে খবর, একজন নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকের অধীনে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এর আগে বুকে সংক্রমণ নিয়েও ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা।

আরও পড়ুন-AC local train: সাতসকালেই স্টেশনে ঢুকল নতুন AC লোকাল, টিকিট কাটতে উপচে পড়া ভিড় কাউন্টারে

সেবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এবার ফের একবার অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন অগ্নিমিত্রা। দিন তিনেক হাসপাতালে রাখার পরেই তাকে ছুটি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

bjp Agnimitra Paul Bengali News Today