/indian-express-bangla/media/media_files/2025/04/08/n2tfI1pqphbttideENNP.jpg)
Dilip Ghosh-Mamata Banerjee: দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Dilip Ghosh attacks Mamata Banerjee: আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাদের যাতে কোনওভাবেই চাকরি হারাতে না হয় সে ব্যাপারে পদক্ষেপেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি নিয়েই তাঁকে পাল্টা আক্রমণে BJP নেতা দিলীপ ঘোষ।
গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে বলতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সমাধান করেন না প্রতিশ্রুতি দেন। শিক্ষকরা জানতেন মিথ্যা কথা শুনতে যাচ্ছেন। ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কোনও কথা রাখেননি। সত্যিই যদি চাইতেন তাহলে যোগ্য-অযোগ্যদের লিস্ট আগেই দিয়ে দিতেন।"
SSC-রায় নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেবে রাজ্য। চাকরিহারাদেরও সেই একই দাবি। এপ্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, "আন্দোলন ছাড়া পশ্চিমবঙ্গে কাজ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে এসেছিলেন, আন্দোলন করেই তাঁকে উচ্ছেদ করতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে এই কেস শোনানো উচিত। বিকাশবাবু আর সরকারের মধ্যে লড়াই হয়ে গেছে। চাকরিপ্রার্থীরা হয়ে গেছে ছাগলের তৃতীয় বাচ্চা। এদের কোনও কথা শোনা হয়নি।"
এদিকে, এবছর রাজ্যজুড়ে মহা সমারোহে পালিত হয়েছে রামনবমী। এপ্রসঙ্গে বলতে গিয়েও রাীতিমতো উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। তাঁর কথায়, "এতদিন ধরে ভারতবর্ষের মানুষকে মেকি ধর্মনিরপেক্ষতার গুলি খাইয়ে রাখা হয়েছে। রামনবমীতে যে মানুষ নেমেছে সেটা দেখে বোঝা গিয়েছে মানুষ আর এসবের কথায় ভুলবে না কিছু কিছু লোক রামনবমীতে সম্প্রীতির বার্তা দিচ্ছেন। রামনবমী হিন্দুদের উৎসব। এর মধ্যে ভেজাল ঢোকাবেন না। কেউ যদি রামকে পূর্বপুরুষ মনে করেন নিজের তাহলে আসুন রামনবমী পালন করুন। কিছু মুসলমান জল দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই সম্প্রীতির দরকার নেই। এদের থেকে সাবধান থাকুন। যখন-তখন 'বেশ' বদল করে চলে আসবে।"