West Bengal News Highlights: রণক্ষেত্র জঙ্গিপুর! মমতাকে বিঁধে ভয়ঙ্কর আক্রমণ বঙ্গ বিজেপির

West Bengal News Highlights 8 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights 8 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sukanta Majumder On Mamata

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জঙ্গিপুর! মমতাকে নিশানা সুকান্তর

Latest West Bengal News Live:

Advertisment

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।  পুলিস ও আন্দোলনকারীদের সংঘর্ষে ওমরপুর এবং সংলগ্ন এলাকা মুহূর্তের মধ্যে রনক্ষেত্রের চেহারা নেয়। ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফরাক্কা ও বহরমপুরের দিকে ১২ নম্বর জাতীয় সড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর পুলিস সুপার আনন্দ রায় এবং অন্যান্য আধিকারিকরা।  

ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জেহাদিরা গণতান্ত্রিক দেশে যেভাবে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেভাবে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে তাতে রাজ্যের পুলিসই আজ সুরক্ষিত নয় । রাজ্যের পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে পারছে না তখন কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রের কাছে রাজ্য সরকার আবেদনকরুন। পুরোটাই সরকারের মদতে ঘটে চলেছে। ২৬ হাজার চাকরি বাতিল থেকে নজর ঘোরাতেই এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে"। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে এক পোস্টে মমতা সরকারকে নিশানা করেও লিখেছেন, "ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যেভাবে মুর্শিদাবাদের রাস্তায় নেমে এক শ্রেণির মানুষ প্রকাশ্যে সংবিধান অমান্য করার আহ্বান জানিয়েছে তাতে পরিষ্কার বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে।  পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে"।  

গতকাল 'কালীঘাট চলো' অভিযানের শুরুতেই এক্সাইড মোড়ে আটক করা হয়েছিল BJP যুবনেতা তমোঘ্ন ঘোষকে। তারই প্রতিবাদে শহর কলকাতায় বিজেপির প্রবল প্রতিবাদ-বিক্ষোভ। গেরুয়া দলের এই বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। স্তব্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ সংলগ্ন একাধিক রাস্তা। এসএসসি-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারকেই দুষে পথে বিজেপি কর্মী-সমর্থকরা। তুমুল উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা পুলিশকর্মীদের। 

Advertisment

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে CBI তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। "অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল। তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।" SSC-র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে CBI তদন্তের নির্দেশ খারিজ করে জানালেন প্রধান বিচারপতি। 

দমদমে একটি সরকারি অনুষ্ঠানে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে যায়। দমদমের সাত নম্বর ট্যাঙ্ক চত্ত্বরে একটি জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। কোন মঞ্চে উঠবেন মেয়র ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ, তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। এমনকী পরিস্থিতি সামলাতে গেলে ফিরহাদ হাকিমকেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও তাঁকে ধাক্কাধাক্কির বিষয়টি যদিও মেয়র নিজে অস্বীকার করেছেন। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

  • Apr 08, 2025 13:25 IST

    West Bengal News Live:DI অফিসে তালা

    চাকরিহারাদের চূড়ান্ত বিক্ষোভের জেরে উত্তাল পশ্চিম মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শকের দফতর চত্বর। জেলা স্কুল পরিদর্শকের দফতরে তালা ঝুলিয়ে নজিরবিহীন বিক্ষোভ চাকরিহারাদের। এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম দশা পুলিশের।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: প্রবল বিক্ষোভ চাকরিহারাদের, DI অফিসে তালা, সামলাতে হিমশিম দশা পুলিশের



  • Apr 08, 2025 12:19 IST

    West Bengal News Live:শ'য়ে-শ'য়ে শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ

    নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে আবারও কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ একসঙ্গে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারকেও তিনদিনের সময়সীমা বেঁধে  দিয়েছেন বিচারপতি।

    বিস্তারিত পড়ুন- Recruitment Case: নিয়োগ মামলায় ফের বড়সড় ধাক্কা রাজ্যের, শ'য়ে-শ'য়ে শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের



  • Apr 08, 2025 11:42 IST

    West Bengal News Live:অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

    মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির বিষয়টিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সিদ্ধান্তের উপর CBI তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাj নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল। সাংবিধানিক পদ্ধতিতে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরির মতো সিদ্ধান্ত নিতেই পারে, আজ এই সিদ্ধান্তের ওপর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে জানিয়েছেন প্রধান বিচারপতি।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: অতিরিক্ত শূন্যপদ তৈরির জের, মমতার মন্ত্রীদের CBI জেরা? কী জানাল সুপ্রিম কোর্ট?



  • Apr 08, 2025 10:30 IST

    West Bengal News Live: কী দোষ করল ভারত?

    সামনেই হজ। তার আগেই বাংলাদেশ-ভারত সহ ১৪ দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভিসা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল সৌদি আরব। 



  • Apr 08, 2025 10:30 IST

    West Bengal News Live: জিনপিংকে 'হুমকি' ট্রাম্পের!

    আবারও চিনের বিরুদ্ধে 'কঠোর' অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি চিন আমেরিকা থেকে আসা পণ্যের উপর আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমেরিকা চিনের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। 



  • Apr 08, 2025 08:54 IST

    West Bengal News Live:ঝেঁপে বৃষ্টি?

    ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-জলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: তীব্র গরমে নাজেহাল দশা? নাকি ঝেঁপে বৃষ্টি? আবহাওয়ার টাটকা আপডেট জানুন এখনই



  • Apr 08, 2025 08:52 IST

    West Bengal News Live: অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বৈঠক চাকরিহারাদের

    আজ দুপুরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বৈঠক চাকরিহারাদের একাংশের। আইনি পরামর্শ নিতেই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদের সঙ্গে দেখা করবেন চাকরিহারাদের প্রতিনিধিরা। সেই দলে থাকবেন ২০১৬ সালের এসএসএসি প্যানেলভুক্ত সুমন বিশ্বাস, ভাস্কর ঘোষ, অনিরুদ্ধ ভট্টাচার্য, পল্লব দত্ত, শ্বেতা রায়-সহ আরও অনেকে।



SSC Recruitment Case Verdict Sheikh Hasina Bengali News Today news of west bengal Bangladesh