/indian-express-bangla/media/media_files/2025/05/03/YaEj5t2jvnERLndfmfIu.jpg)
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।
Dilip Ghosh claims Mamata protects infiltrator Muslims:ভিন রাজ্যে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন BJP নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির দাবি, এক্ষেত্রে কিছুটা ইচ্ছাকৃতভাবেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বাঙালিদের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুণভাবে সোচ্চার হয়েছেন। সম্প্রতি ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকেও বাঙালি হেনস্থা নিয়ে চরমভাবে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থা নিয়ে সোচ্চার হওয়ায় এবার তাঁকেও একহাত নিলেন দিলীপ।
কিছুদিন ধরেই ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ উঠছে। বাংলায় কথা বললেই তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। এই রাজ্যের মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জেলার বাসিন্দা বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে যারপরনাই সমস্যার মুখে পড়েছেন।
অনেককে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। পড়শি রাজ্য ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান, গুজরাটের মতো রাজ্যগুলিতে বেছে বেছে বাঙালিদের উপর হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। খাস রাজধানী দিল্লিতেও বাঙালি কলোনিতে বিদ্যুতের লাইন, জলের সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়।
আরও পড়ুন- TMC leader killed:আবারও তৃণমূলের ডাকাবুকো নেতা খুন! দলের কোন্দলেই নৃশংস হত্যাকাণ্ড? তদন্তে পুলিশ
ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা নিয়ে কিছুদিন ধরেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে সংসদেও সোচ্চার হয়েছেন তৃণমূলের সাংসদরা। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে বলে মনে করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বাঙালি হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হওয়ায় তাঁকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, "অনুপ্রবেশকারী মুসলমানদের উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বাঁচানোর চেষ্টা করছেন। যেভাবে বিহারে ভোটার তালিকা সংশোধন হচ্ছে বাংলাতেও সেটা করা হোক, এটা আমাদের দাবি। যে ১০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর যে বরাবর এখানে রয়েছে দু'জন কি এক হতে পারে?"