/indian-express-bangla/media/media_files/2025/02/19/sacM3MZdheAUkZfDbn4k.jpg)
প্রতীকী ছবি।
মুর্শিদাবাদে আবারও খুন। তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন বলে অভিযোগ উঠেছে। গতরাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ভরতপুরের তৃণমূল নেতাকে ষষ্ঠী ঘোষ। তখনই তার পথ ঘিরে ধরে দুষ্কৃতীরা। বাইক থেকে নামিয়ে প্রথমে কোপানো হয় তৃণমূল নেতা ষষ্ঠী ঘোষকে। মৃত্যু নিশ্চিত করতে এরপর গুলি করে দুষ্কৃতীরা।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক জেলায় রাজ্যের শাসক দলের নেতা-কর্মী খুনের ঘটনা এখন জোরদার চর্চায় উঠে এসেছে। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল নেতা ষষ্ঠী ঘোষকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গতরাতে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে কান্দি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।
স্থানীয়দের অনেকে জানিয়েছেন, গতরাতে ভরতপুরে দুষ্কৃতীরা ষষ্ঠীকে ঘিরে ধরে হামলা চালিয়েছে। ষষ্ঠীর চিৎকারে স্থানীয়রা এলাকায় ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করার কাজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই খুন বলে অভিযোগ উঠেছে কোনও কোনও মহল থেকে। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন- Brutal Murder:আবারও নৃশংস খুন! ধানজমিতে মিলল তৃণমূলের দাপুটে নেতার ভাইপোর ক্ষতবিক্ষত দেহ