TMC leader killed:আবারও তৃণমূলের ডাকাবুকো নেতা খুন! দলের কোন্দলেই নৃশংস হত্যাকাণ্ড? তদন্তে পুলিশ

political violence: গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় খুন হয়েছেন শাসকদলের বেশ কয়েকজন নেতা-কর্মী। এবার সেই তালিকায় নতুন সংযোজন এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

political violence: গত কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় খুন হয়েছেন শাসকদলের বেশ কয়েকজন নেতা-কর্মী। এবার সেই তালিকায় নতুন সংযোজন এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Murder in Jamalpur of Purba Bardhaman police investigating: পূর্ব বর্ধমানের জামালপুরে খুন

প্রতীকী ছবি।

মুর্শিদাবাদে আবারও খুন। তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন বলে অভিযোগ উঠেছে। গতরাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ভরতপুরের তৃণমূল নেতাকে ষষ্ঠী ঘোষ। তখনই তার পথ ঘিরে ধরে দুষ্কৃতীরা। বাইক থেকে নামিয়ে প্রথমে কোপানো হয় তৃণমূল নেতা ষষ্ঠী ঘোষকে। মৃত্যু নিশ্চিত করতে এরপর গুলি করে দুষ্কৃতীরা।

Advertisment

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক জেলায় রাজ্যের শাসক দলের নেতা-কর্মী খুনের ঘটনা এখন জোরদার চর্চায় উঠে এসেছে। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল নেতা ষষ্ঠী ঘোষকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গতরাতে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে কান্দি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।

স্থানীয়দের অনেকে জানিয়েছেন, গতরাতে ভরতপুরে দুষ্কৃতীরা ষষ্ঠীকে ঘিরে ধরে হামলা চালিয়েছে। ষষ্ঠীর চিৎকারে স্থানীয়রা এলাকায় ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:OBC মামলায় নয়া নোড়! কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করার কাজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই খুন বলে অভিযোগ উঠেছে কোনও কোনও মহল থেকে। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও পড়ুন- Brutal Murder:আবারও নৃশংস খুন! ধানজমিতে মিলল তৃণমূলের দাপুটে নেতার ভাইপোর ক্ষতবিক্ষত দেহ

tmc