West Bengal News Highlights: মুহুর্মুহু বজ্রপাত!রাজ্যে একদিনে মৃত্যুমিছিলে হাহাকার, বুকফাটা কান্না, আর্তনাদ, আহত একাধিক

West Bengal News Updates 24 july 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 24 july 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
lightning

মুহুর্মুহু বজ্রপাত!

  • West Bengal updates: রাজ্যে বাজ পড়ে মৃত্যু ১৫ জনের। বৃহস্পতিবার রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পুর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়ার দফতর। তার মধ্যেই রাজ্যে একই দিনে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। আজ বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলা বাঁকুড়া,পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। এর মধ্যে বর্ধামানের মাধবডিহি, রায়না, মঙ্গলকোট, আউশগ্রামে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে আরও একাধিক। পাশাপাশি আরও ২ জেলা বাঁকুড়াও জেলায় ৯ জন এবং পশ্চিম মেদিনীপুরে একজনের মৃত্যুর খবর মিলেছে। 
  • ভিন রাজ্যে 'বাঙালি বিদ্বেষ' এবং বিহারে ভোটার তালিকায় সংশোধনী ইস্যুতে গর্জে উঠলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বললেন, " স্বয়ং প্রধানমন্ত্রী মোদীর বার্থ সার্টিফিকেট নেই! আমার নিজেরও বার্থ সার্টিফিকেট নেই। আমার যদি বার্থ সার্টিফিকেট না থাকে, নেই মানে আমি ১৯৯৫ সালের অনেক আগে জন্মেছি। প্রধানমন্ত্রী মোদী আমারও আগে জন্মগ্রহণ করেছেন তাই তাঁরও জন্ম সার্টিফিকেট নেই। আমার মাধ্য়মিকের অ্যাডমিট কার্ড আছে। প্রধানমন্ত্রীরও নিশ্চয়ই রয়েছে। কিন্তু যিনি পড়াশোনা করেননি, তাঁর কী করে অ্যাডমিট কার্ড থাকবে? গুজরাটিদের কোথাও হেনস্থা করা হচ্ছে না তাহলে বাঙালিদের হেনস্থা কেন গর্জে উঠলেন উদয়ন গুহ। 
  • কলকাতায় এবার তৃণমূল বনাম TMC!  শান্তনু সেনকে ঘেরাও করে বিক্ষোভ।  গ্রেফতারির দাবিতে উত্তাল দমদম। সিঁথি থানার সামনে রণক্ষেত্র পরিস্থিতি। শান্তনু সেনকে গ্রেফতারের দাবি অতীন ঘোষের সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন সাংসদের স্ত্রী কাকলি সেনের বিরুদ্ধে বৃদ্ধাকে চড় মারার অভিযোগ। পাশাপাশি শান্তনু সেনের বিরুদ্ধেও মারধরের অভিযোগ অতীন ঘোষ ঘনিষ্ঠ কর্মী সমর্থকদের। ফের একবার সামনে এল শান্তনু-অতীন দ্বন্ধ। তৃণমূলের প্রাক্তন সাংসদ ও সাসপেন্ডের নেতার বিরুদ্ধে ক্ষোভ বিধায়ক সমর্থকদের। রীতিমত উত্তাল পরিস্থিতি।  
  • শ্রাবণ মাসে দেশ জুড়ে মহাদেবের আরাধনা ধুমধাম করে পালন করা হচ্ছে। এর মাঝে শিবপুজোয় দুটির বেশি বক্স বাজানো যাবে না এমন 'ফতেয়া'কে কেন্দ্র ঘিরে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, "শ্রাবণ মাস মানে মহাদেবের মাস, অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি। 
    মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের ওপর দমন পীড়ন দেখলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও লজ্জা পেতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ও অতিক্রম করে গেছেন"।
  • এবার OBC তালিকার ওপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের নতুন করে ৭৭টি জনজাতিকে OBC তালিকায় আনার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলা শুনানি হবে।
  • খাস কলকাতায় ফের ধর্ষণের ঘটনা। অভিজাত পার্কস্ট্রিট এলাকায় এবার ধর্ষণের অভিযোগ। স্বামীকে জেল থেকে ছাড়িয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে ধর্ষণের অভিযোগ।  ওয়াটগঞ্জ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি পেশায় এক সেনা জওয়ান। ভিন রাজ্যে কর্মরত। আদি বাড়ি বীরভূমে। ইতিমধ্যে মহিলার  মেডিকো লিগাল পরীক্ষা করানো হয়েছে।  আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ধৃতকে ৪ঠা অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 
  • ভোটার তালিকায় সংশোধন হলে ৭০ আসনও পাবেন না তৃণমূল, হুঙ্কার ছুঁড়লেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি এদিন তিনি বাঙালি বিদ্বেষ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ভিন রাজ্যে কোথাও কোন রকমভাবে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে না। যে দল বলছে বিজেপি পশ্চিম বঙ্গের দল না, সেই দল আদৌ বাংলার দল তো? নাকি অন্য কোন দেশের দল?
  • বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের একাধিক জেলায় একের পর এক শাসকদলের নেতা-কর্মী খুনের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। এবার মুর্শিদাবাদের ভরতপুরে বাড়ি ফেরার পথে খুন হলেন এক তৃণমূল নেতা। ষষ্ঠী ঘোষ নামে ওই তৃণমূল নেতাকে প্রথমে বোমা মারা হয়, তারপর কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে পুলিশ। গতরাতে বাইকে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। তারপরেই তার উপর হামলা চলে।
  • রাজ্যের আটটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে নোটিশ দিল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা UGC। জানা গিয়েছে, ইউজিসি-র তরফে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলিকে একাধিকবার জানানো সত্ত্বেও অ্যান্টি রাগিং কমিটি ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলি বাধ্যতামূলকভাবে তাঁদের মতামত পেশ করেনি।
  • আরও পড়ুন- TMC:বোমা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে মামলা, অভিষেকের নির্দেশেই তৃণমূলের 'তাজা নেতা'কে 'তাড়াল' দল?
  • সেই কারণেই শোকজ নোটিশ পাঠানো হয়েছে এই বিশ্ববিদ্যালয় গুলিকে। এমনকী অনুদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। ইউজিসির শোকজ চিঠি পেয়েছেন, শিবপুর আইআইইএসটি, পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুর, মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ মোট আটটি বিশ্ববিদ্যালয়।
Advertisment

আরও পড়ুন- Brutal Murder:আবারও নৃশংস খুন! ধানজমিতে মিলল তৃণমূলের দাপুটে নেতার ভাইপোর ক্ষতবিক্ষত দেহ

  • Jul 24, 2025 15:54 IST

    Kolkata News Live Updates:বাঙালি হেনস্থা নিয়ে মমতাকে আক্রমণ দিলীপের

    ভিন রাজ্যে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন BJP নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির দাবি, এক্ষেত্রে কিছুটা ইচ্ছাকৃতভাবেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বাঙালিদের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুণভাবে সোচ্চার হয়েছেন। সম্প্রতি ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকেও বাঙালি হেনস্থা নিয়ে চরমভাবে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থা নিয়ে সোচ্চার হওয়ায় এবার তাঁকেও একহাত নিলেন দিলীপ। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'অনুপ্রবেশকারী মুসলমানদের উনি বাঁচানোর চেষ্টা করছেন', বাঙালি হেনস্থা ইস্যুতে মমতাকে আক্রমণ দিলীপের



  • Jul 24, 2025 15:16 IST

    Kolkata News Live Updates:উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী পালন

    আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এই দিনে প্রতি বছরের মতো রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। বৃহস্পতিবার বিকেলে উত্তম মঞ্চে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মহানায়কের পরিবারের সদস্যরা এবং টলিপাড়ার আরও এক ঝাঁক তারকা।



  • Advertisment
  • Jul 24, 2025 14:08 IST

    Kolkata News Live Updates:তৃণমূল নেতার ভাইপো খুন

    আবারও খুন। বৃহস্পতিবার সাতসকালে কাকদ্বীপের রামতনুনগরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত রাকিব শেখ নামে ওই যুবক সম্পর্কে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইপো বলে জানা গিয়েছে। রোমহর্ষক এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

    বিস্তারিত পড়ুন- Brutal Murder:আবারও নৃশংস খুন! ধানজমিতে মিলল তৃণমূলের দাপুটে নেতার ভাইপোর ক্ষতবিক্ষত দেহ



  • Jul 24, 2025 13:20 IST

    Kolkata News Live Updates:ফের বিরাট বিমান দুর্ঘটনা!

    আবারও বিরাট বিমান দুর্ঘটনা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার চীন সীমান্তবর্তী সুদূর পূর্ব আমুর অঞ্চলে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি রাশিয়ান যাত্রীবাহী বিমান ভেঙে হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জরুরি বিভাগের একজন কর্মকর্তাকে ঊদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির জ্বলন্ত অংশ খুঁজে পেয়েছে।

    বিস্তারিত পড়ুন- Plane Crash: ফের বিরাট বিমান দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দাউদাউ করে আগুন?



  • Jul 24, 2025 12:38 IST

    Kolkata News Live Updates:দিল্লির বাঙালি কলোনিতে উচ্ছেদে স্থগিতাদেশ

    তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় দিল্লির বাঙালি কলোনিতে উচ্ছেদ অভিযানে আদালতের স্থগিতাদেশকে তাঁদের দলের লড়াইয়ের জ. হিসেবেই দেখছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে, "দিল্লির বসন্তকুঞ্জ এলাকার জয় হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট। ন্যায়বিচারের লড়াইয়ে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। মোদী নেতৃত্বাধীন সরকার ও প্রকাশ্যেই বাংলাবিরোধী বিজেপির তরফে বাঙালি ভাষাভাষী নাগরিকদের উপর চলতে থাকা হামলার বিরুদ্ধে এটি এক সরাসরি ও দৃঢ় জবাব।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আবারও জানিয়ে দিচ্ছি—প্রত্যেক বাঙালির সুরক্ষা নিশ্চিত করা হবে, এবং অন্যায়ের প্রতিটি ঘটনার জবাব আমরা দেবই।এটাই শুরু। বাংলাভাষী ভারতীয়দের সম্মান, অধিকার ও ন্যায়বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে আরও জোরালোভাবে।

    জয় বাংলা!"

     

     



  • Jul 24, 2025 12:35 IST

    Kolkata News Live Updates:শুভেন্দুর নিশানায় তৃণমূল বিধায়ক

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাসকদলের বিধায়ককে নিশানা শুবেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার নিশানায় হুগলির তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "তারকেশ্বরের তৃণমুল বিধায়ক রামেন্দু সিংহ রায়, আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা। যিনি ওনার এলাকায় দোকানদারি করেন, তাঁকে শাসাচ্ছেন!!!নন্দীগ্রামে ওনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার? তবে একটা কথা বলি রামেন্দু সিংহ রায়কে, নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয়, কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক। কথাটা মাথায় রাখবেন।"



  • Jul 24, 2025 12:32 IST

    Kolkata News Live Updates:তৃণমূলের 'তাজা নেতা'কে 'তাড়াল' দল

    NIA তদন্তে 'না পসন্দ' শাসকের? অন্তত এই ঘটনায় ফের একবার এই বিষয়টিই মাথাচাড়া দিয়েছে। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও আইনজীবী শুভেন্দু দাস। জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে হওয়া বোমা বিস্ফোরণের ঘটনার NIA তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। সেই মামলার পর থেকেই শুভেন্দু এখন দলেরই বিষ নজরে পড়েছেন। তাঁর উপর নাকি বেজায় চটেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূলের একটি সূত্রের দাবি, অভিষেকের নির্দেশেই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে শুভেন্দু দাসকে আজীবন তৃণমূল থেকে বহিস্কারের কথা ঘোষণা করেন। যদিও শুভেন্দু দলের সিদ্ধান্তে রীতিমতো হতবাক। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি BJP। 

    বিস্তারিত পড়ুন- TMC:বোমা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে মামলা, অভিষেকের নির্দেশেই তৃণমূলের 'তাজা নেতা'কে 'তাড়াল' দল?



  • Jul 24, 2025 11:49 IST

    Kolkata News Live Updates:ফের ট্রেন দুর্ঘটনা

    বৃহস্পতিবার সকালে ওড়িশার সম্বলপুর সিটি স্টেশনের কাছে মহিমা গোসাইন এক্সপ্রেস (সম্বলপুর-শালিমার এক্সপ্রেস-২০৮৩১) লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অল্পের জন্য একটি বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেলকর্তারা। আজ সকাল ৯:২২ নাগাদ ট্রেনটি খুব ধীর গতিতে চলার সময় গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পিছনের ট্রলিটি লাইনচ্যুত হয়ে যায়।

    বিস্তারিত পড়ুন- Train Accident: ওড়িশায় ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল পরপর বগি



  • Jul 24, 2025 10:27 IST

    Kolkata News Live Updates: সই জাল করে জাল নথি তৈরি! ধৃত এক

    জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই! স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঢালুয়া নবপল্লির বাসিন্দা প্রশান্ত নাথ। 



  • Jul 24, 2025 10:24 IST

    Kolkata News Live Updates: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক

    ত্রিপুরায় বিহার মডেলে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জোরালো দাবি রাজ্যের শাসকদল BJP-র জোট শরিক তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মার। বৈঠক শেষে তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, নির্বাচন কমিশনের পক্ষে সারা দেশে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে এবং ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিহার মডেলের স্পেশাল ইনটেন্সিভ রিভিশন অথবা স্যার চালু করা হবে। 



  • Jul 24, 2025 10:22 IST

    Kolkata News Live Updates: অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন জেলাগুলিতে?

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা-বিক্ষিপ্ত বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, তারই জেরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা জোরদার হয়েছে। চলতি সপ্তাহের একেবারে শেষ ভাগ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Heavy rainfall alert :নিম্নচাপের জেরে কাঁপানো দুর্যোগের আশঙ্কা বাংলায়, অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন জেলাগুলিতে?



UGC Bengali News Today university