Dilip Ghosh:আজ কলকাতায় তৃণমূলের ২১ জুলাই এর শহীদ সমাবেশ। তৃণমূলের এই মেগা কর্মসূচির দিনেই দিলীপ ঘোষকে নিয়ে বড় খবর। খড়্গপুরে আজ BJP-র শহীদ কর্মসূচিতে থাকবেন ডাকাবুকো এই বিজেপি নেতা।
দিন কয়েক ধরেই দিলীপ ঘোষকে নিয়ে দারুণ জল্পনা ছড়িয়েছিল। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা তীব্র হয়েছিল। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই দিলীপের দিল্লি যাত্রা বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছিল। দলের রাজ্য নেতৃত্ব দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় তাঁকে আমন্ত্রণ জানাননি। রাখঢাক না রেখেই সেব্যাপারে অভিমানের কথাও গোপন করেননি দিলীপ। তাঁর দল ছাড়াও জল্পনা সেদিনও আরও তীব্র হয়েছিল।
যদিও আপাতত সেই সব জল্পনায় জল ঢেলেছেন দিলীপ ঘোষ নিজেই। তিনি বিজেপিতেই রয়েছেন। শুধু তাই নয়, আজ তৃণমূলের ২১ জুলাইয়ের মেগা ইভেন্টের দিনে খড়্গপুরে দলের কর্মসূচি থাকছেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন- 21 July TMC Rally LIVE: 'মেগা একুশে' পাখির চোখ ২৬-এর নির্বাচন, মমতার 'আগুনে' ভাষণে নজর রাজ্যবাসীর
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের এই সভা।" গত কয়েকদিন ধরেই দিলীপ ঘোষকে নিয়ে দলবদল জল্পনা চরমে উঠেছিল। সেই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, "আমি কি ঘেও কুকুর যে সকাল-সন্ধে এবাড়ি ও বাড়ি ঘুরে বেড়াব? যারা নিজেরা এ দল ও দল করে তারাই এই ধরনের প্রচার করে। বিজেপি কর্মীরা বিকাও নয়।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের সমাবেশে কলকাতা কাঁপাবেন মমতা! পৃথক কর্মসূচিতে ঝড় তুলবেন শুভেন্দু-দিলীপরাও?