/indian-express-bangla/media/media_files/2025/05/03/YaEj5t2jvnERLndfmfIu.jpg)
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আবারও অনুপ্রবেশে ইস্যুতে সোচ্চার দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি। বাউলের বেশে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে ঢুকেছিল বলে দাবি তার।
সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও পোস্ট করে এদিন দিলীপ ঘোষ লিখেছেন, " এই তিনজনকে দেখুন। এরা বাউলের বেশে আসলে বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম। এই ঘটনাটি পুরনো হলেও সত্য। এভাবে ছদ্মবেশে বহু বাংলাদেশী অনুপ্রবেশকারী আপনার আমার সঙ্গে মিশে গেছে।"
এর আগেও অনুপ্রবেশ ইস্যুতে বারবার আওয়াজ তুলেছেন ডাকাবুকো এই বিজেপি নেতা। পুরনো একটি ভিডিও পোস্ট করে ফের একবার সেই একই ইস্যুতে সোচ্চার হলেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।
আরও পড়ুন -অপেক্ষার অবসান! সৃষ্টি হল নয়া ইতিহাসের, মোদীর হাত ধরেই কলকাতার তিন মেট্রো রুটের শুভ সূচনা
এদিকে আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং তারপরে রাজনৈতিক জনসভা রয়েছে। এবারেও মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে। সে ব্যাপারে এদিন সকালেই অভিমানের সুরও ধরা পড়েছিল বিজেপি নেতার গলায়।
আরও পড়ুন- কলকাতার এই এলাকা যেন অঘোষিত 'বৃদ্ধাশ্রম', সেখানেই বৃদ্ধা খুনে তুঙ্গে আতঙ্ক!
তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী কি বুঝবেন সেটা প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিন। আমার মতো হাজার হাজার পার্টি কর্মী আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। তবে পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন, ভাষণ দেবেন। সেটা তো মোবাইলেই শুনে নিতে পারি। তবে ভাষণ শোনা তো কোনও কাজ নয়, অন্য কোনও কাজ পার্টি যখন দেবে সেই কাজে লেগে পড়ব।"