Shocking murder:কলকাতার এই এলাকা যেন অঘোষিত 'বৃদ্ধাশ্রম', সেখানেই বৃদ্ধা খুনে তুঙ্গে আতঙ্ক!

New Garia elderly woman murder: থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ভয়াবহ হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

New Garia elderly woman murder: থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ভয়াবহ হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Actor Passed away

প্রতীকী ছবি।

Shocking murder in South Kolkata:দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ভয়াবহ কাণ্ড! পঞ্চসায়র থানার ৫০০ মিটার দূরেই বৃদ্ধা খুন। খুনের আগে কাটা হয়েছিল CCTV-এর সংযোগ। নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাত-পা বাঁধা অবস্থায় খাটের তলায় পড়েছিলেন গৃহকর্তা। তাঁকে উদ্ধার করেছে পুলিশ। 

Advertisment

ফের খুন কলকাতায়। এবার দক্ষিণ শহরতলির নিউ গড়িয়া এলাকার অভিজাত আবাসনে বৃদ্ধা খুন। দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন, জানিয়েছে পুলিশ। ওই ঘরেই বৃদ্ধার স্বামীকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, "এখানকার পরিবেশটাই হয়ে গেছে একটা ওল্ড-এজ হোমের মতো। এখানে প্রায় বাড়িতে বয়স্ক বাবা-মা থাকেন। ছেলে-মেয়েরা থাকে বিদেশে। আজ সকালে জানতে পারলাম। আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:প্রতীক্ষার অবসান! প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, মেধাতালিকায় প্রথম দশে কারা?

আর এক বাসিন্দার কথায়, "এই ধরনের ঘটনা এই প্রথম আমাদের কো-অপারেটিভে ঘটল। এখানে নিরাপত্তার বন্দোবস্ত ঠিকঠাকই আছে, রাস্তায় আলো আছে, সিসিটিভির-ও ব্যবস্থা আছে। এই আবাসনটা এখন প্রায় বলতে গেলে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। পাঁচশোর ওপরে এখানে প্লট আছে। বাড়ির ছেলে-মেয়েরা অধিকাংশই বাইরে থাকে।"

আরও পড়ুন-পুজোর আগে বাংলাকে বড় উপহার মোদীর, এখন মাত্র ৩০মিনিটেই আরামে পৌঁছান হাওড়া থেকে সেক্টর ফাইভ!

আরও একজন বাসিন্দা বলেন, "এখানে এই ঘটনা এই প্রথম। থানার পাশেই এত বড় একটা অঘটন ঘটে গেল। আমরা সত্যিই আতঙ্কে আছি। এখানে অধিকাংশ বাড়িতেই শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধারা পড়ে রয়েছেন। ছেলেমেয়েরা অধিকাংশই বাইরে থাকেন।"

আরও পড়ুন-House Collapse:লাগাতার বৃষ্টিতে বিরাট বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল বাড়ি, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি

kolkata Murder New garia